কলকাতা : কেন্দ্র উত্পাদন শুল্ক কমালেও, ১৪টি রাজ্যে পেট্রোল-ডিজেলের দামে ভ্যাট কমানো হয়নি। তালিকা প্রকাশ করে জানাল পেট্রোলিয়াম মন্ত্রক। তার মধ্যে রয়েছে বাংলাও। গত ৪ তারিখ থেকে কেন্দ্র উৎপাদন শুল্ক কমানোর পর ২২ রাজ্য ভ্যাট কমিয়ে দেয়। তাতে বেশি কিছুটা দাম কমেছে পেট্রল ডিজেলের। এ রাজ্যে তা হয়নি। তাই রাজ্যে বিরুদ্ধে তোপ দাগলেন দিলীপ ঘোষ। তাঁর হুঙ্কার, এবার তো দেখছি আমাদের পেট্রোল-ডিজেলের দামে ভ্যাট কমানোর বিরুদ্ধে আন্দোলনে বসতে হবে। 





Click the below button to copy t








আরও পড়ুন :


কেন্দ্র উৎপাদন শুল্ক কমালেও পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন কোন রাজ্যে ভ্যাট কমানো হয়নি ?




দিলীপ ঘোষে কটাক্ষ, কেন্দ্র তো শুল্ক কমাল। তারপর অন্যান্য রাজ্য তো ভ্যাট কমাল, তাহলে বাংলা নয় কেন ? বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির মন্তব্য, রাজ্য শুধু সব সুবিধে নেবে, তা তো হয় না। মানুষের কষ্ট দূর করার জন্য কেন্দ্র সরকার পথ দেখিয়েছে, রাজ্য সরকারের তাতে সহযোগিতা করা উচিত। তারা লাভ নেবেন, অথচ কেন্দ্রের সমালোচনা করবেন। কিন্তু মানুষের কষ্টের ভাগ নেবে না। এই রাজনীতি চলতে পারে না।'


দুদিনের কেন্দ্রীয় কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লিতে গেলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। রবিবার জাতীয় কর্মসমিতির বৈঠক হবে। কেন্দ্রীয় মন্ত্রীরা বৈঠকে যোগ দেবেন। থাকতে পারেন নরেন্দ্র মোদি, অমিত শাহও। রাজ্যের বিজেপি নেতারা ভার্চুয়ালি বৈঠকে অংশ নেবেন।


এখনও পর্যন্ত নিম্নলিখিত ২২ রাজ্যে ভ্যাট কমানো হয়েছে পেট্রোল ডিজেলের উপর থেকে। সেগুলি হল - 



  • কর্ণাটক ( Karnataka )

  • গুজরাত (Gujarat)

  • উত্তর প্রদেশ (Uttar Pradesh)

  • হিমাচল প্রদেশ (Himachal Pradesh)

  • মধ্য প্রদেশ (Madhya Pradesh)

  • হরিয়ানা (Haryana)

  • ত্রিপুরা (Tripura)

  • গোয়া (Goa)

  • উত্তরাখণ্ড (Uttarakhand)

  • নাগাল্যান্ড (Nagaland)

  • মিজোরাম (Mizoram)

  • মণিপুর (Manipur)

  • অসম (Assam)

  • চণ্ডীগড় (Chandigarh)

  • বিহার (Bihar)

  • জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir)

    কিন্তু এই তালিকায় বাংলা, মহারাষ্ট্র ইত্যাদি ১৪ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল নেই। তৃণমূলের তরফ থেকে যেমন কেন্দ্রের এই সিদ্ধান্তকে কটাক্ষ করা হয়েছে, তেমন এই নিয়ে মুখ খুলেছে শিবসেনাও। দলীয় মুখপত্র সামনায় লেখা হয়েছে, সাধারণ মানুষের কাছে বিজেপি এটাকে দীপাবলির উপহার বলে প্রচার করছে। আসল কথা হল, ১৩টি রাজ্যে লোকসভা-বিধানসভা উপনির্বাচনে বিজেপির ঢোল ফাঁসিয়ে দিয়েছেন ভোটাররা। তবে এরপরেও বিজেপির ঢাক পেটানোয় বিরাম নেই।