ইম্ফল: দাবি উঠছিল বেশ কিছু দিন ধরেই। সেই মতোই মণিপুরে ভোটগ্রহণের (Manipur Election 2022) দিন ক্ষণে সংশোধন ঘটাল নির্বাচন কমিশন (Election Commission)।  আগামী ২৮ ফেব্রুয়ারি সেখানে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ হবে। আগে যদিও তা ২৭ ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার ভোটগ্রহণ হবে বলে ঠিক ছিল। কিন্তু ওই দিন গির্জায় প্রার্থনার জন্য ভিড় করেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। তাই নির্ঘণ্ট সংশোধনের দাবি তুলছিলেন তাঁরা। সেই মতোই প্রথম দফার ভোটগ্রহণের দিন পাল্টানো হল।



আরও পড়ুন: Adani Wilmar Share: 'আকাশে ছুটছে' আদানি-উইলমার ! ৩ দিনে দাম উঠল ৬৮ শতাংশ, 'হোল্ড' না 'সেল' করবেন ?


বিষয়টি পর্যালোচনা করে দেখা হবে বলে মঙ্গলবারই কমিশনের তরফে জানানো হয়েছিল। সেই মতো বৃহস্পতিবার দিল্লিতে এ নিয়ে জরুরি বৈঠক হয়। তাতে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। সেখানেই প্রথম দফার ভোটগ্রহণ এক দিন পিছনোর সিদ্ধান্ত নেওয়া হয়। 


ভোট পিছনোর দাবিতে এর আগে সরব হয়েছিলেন মণিপুরের ক্রিস্টান সম্প্রদায়ের মানুষ। অল মণিপুর খ্রিস্টান অর্গানাইজেশন (AMCO)-র অধীনস্থ খ্রিস্টান অ্যাকশন কমিটি (CAC) এ নিয়ে ইম্ফলে শান্তিপূর্ণ বিক্ষোভও দেখায় সোমবার। নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎও করেন সংগঠনের আধিকারিকরা। তাতেই বরফ গলে বলে জানা গিয়েছে।


নয়া নির্ঘণ্ট অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারি মণিপুরে প্রথম দফার ভোটগ্রহণ। দ্বিতীয় দফার ভোটগ্রহণ ৩ মার্চ। সেখানকার জনসংখ্যার সিংহভাগই ক্রিস্টান। তাই তাঁদের দাবিকে বৈধতা দিতেই কমিশনের তরফে এমন পদক্ষেপ করা হল বলে মনে করছে রাজনৈতিক মহল।