নয়াদিল্লি:  উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গোয়া, মণিপুর ও উত্তরাখণ্ডের সদ্যসমাপ্ত নির্বাচনে ধরাশায়ী হয়েছে কংগ্রেস। কার্যত কোনও লড়াই-ই করতে পারেনি কংগ্রেস। হাতছাড়া হয়েছে পাঞ্জাব। আম আদমি পার্টির বিপুল সাফল্যে পাঞ্জাবে রাজপাট হারিয়ে হীনবল হয়ে পড়েছে কংগ্রেস। অন্যদিকে, গোয়া, মণিপুর, উত্তরাখণ্ডে বিজেপির কাছে বিপর্যস্ত হয়েছে শতাব্দী প্রাচীন দল। উত্তরপ্রদেশে মাত্র দুটি আসন পেয়ে কোনওক্রমে বিধানসভায় অস্তিত্ব বজায় রাখতে পেরেছে। দলের এই চূড়ান্ত বিপর্যয়ের পর দলের জি ২৩ গোষ্ঠীর বেশ কয়েকজন নেতা বৈঠক করলেন। রাজ্যসভার প্রাক্তন বিরোধী দলনেতা গুলাম নবি আজাদের বাসভবনে এই বৈঠক হয়। বৈঠকে যোগ দিয়েছিলেন কপিল সিব্বল, মণীশ তিওয়ারি, ভুপিন্দর সিংহ হুডা সহ আরও কয়েকজন নেতা। সূত্রের খবর, দলের এই বিপুল পরাজয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জি-২৩ নেতারা। সেইসঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, জি ২৩ নেতারা কংগ্রেসে নেতৃত্বে পরিবর্তনের দাবি ফের তুলবেন। নির্বাচনে দলের বিপর্যয় নিয়ে আলোচনা করতে ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকার সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেসের কার্যনির্বাহী সভানেত্রী সনিয়া গাঁধী। সূত্রের খবর, ওই বৈঠকে যোগ দিয়ে জি ২৩ গোষ্ঠীর নেতারা দলে নেতৃত্ব বদলের দাবিতে ফের সরব হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। 


সূত্রের খবর, জি-২৩ ভূক্ত নেতারা তড়িঘড়ি কোনও পদক্ষেপ নেবেন না। কিন্তু সূত্রের খবর অনুযায়ী, বৈঠকের পর কংগ্রেসের এই নেতারা স্পষ্ট করেছেন যে, এভাবে আর চলতে পারে। কোনও না কোনও পদক্ষেপ নিতেই হবে। আগামী দিনগুলিতে জি-২৩ ভূক্ত নেতাদের মধ্যে আরও কয়েক দফা বৈঠক হতে পারে বলেও সূত্রের খবর। 


উল্লেখ্য, কংগ্রেসের জি ২৩ গোষ্ঠীতে সামিল নেতারা ২০২০-র অগাস্টে সনিয়া গাঁধীকে চিঠি লিখে কংগ্রেসে পূর্ণ সময়ের সভাপতি ও সংগঠনে বড়সড় রদবদলের দাবি জানিয়েছিলেন। এখন পাঁচ রাজ্যে নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর জি ২৩ নেতাদের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, কংগ্রেসের প্রবীন নেতা মল্লিকার্জুন খাড়্গে ভোট দলের এই হারকে অত্যন্ত দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, কংগ্রেস ঘুরে দাঁড়িয়ে ফের মানুষের আস্থা অর্জন করতে পারবে। তিনি ট্যুইট করে লিখেছেন, ৫০ বছরের রাজনৈতিক কেরিয়ারে অনেক ওঠা-পড়া দেখেছি। বিধানসভা ভোটের ফল দুর্ভাগ্যজনক। কিন্তু মনে রাখতে হবে, ফ্যাসিবাদী শক্তির সঙ্গে শুধুমাত্র আমরাই লড়াই করতে পারি। মানুষের বিশ্বাস আমরা দ্রুতই অর্জন করতে পারব।