Election Results Winners List Live : গোরক্ষপুর সদর থেকে ১ লক্ষ ২ হাজার ভোটে জয়ী যোগী আদিত্যনাথ

Election Results 2022 Winners List Live : কোন প্রার্থী জিতে নিলেন কোন আসন ? দেখে নিন প্রতি মুহূর্তের আপডেটে .....

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 10 Mar 2022 04:37 PM
Uttarakhand Election Result 2022 : উত্তরাখণ্ডে জয়ী বিজেপি প্রার্থী রিতু খান্দুরি ভূষণ

উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিসি খান্দুরির মেয়ে বিজেপি প্রার্থী রিতু খান্দুরি ভূষণ ৩৬৮৭ ভোটের ব্যবধানে জয় পেলেন কোটদারি বিধানসভা কেন্দ্রে। 

Manipur Election Result 2022: মণিপুরে বিজেপির সরকার গড়া নিশ্চিত

গোয়া ও মণিপুরে বিধানসভা ত্রিশঙ্কু হলেও, বিজেপির সরকার গড়া নিশ্চিত।

UP Election Result 2022 : উত্তরপ্রদেশে দাগ কাটতে পারল না কংগ্রেস

প্রিয়ঙ্কা গান্ধীর মাটি কামড়ে লড়াইয়ের পরও, উত্তরপ্রদেশে বিন্দুমাত্র দাগ কাটতে পারল না কংগ্রেস। উল্টে গতবারের চেয়েও আসন কমে গেল তাঁদের।

UP Election Result 2022 : নয়দা থেকে জয়ী রাজনাথ পুত্র পঙ্কজ সিংহ

উত্তরপ্রদেশ নির্বাচনে রেকর্ড ভোটে জয়ী রাজনাথ-পুত্র। নয়ডা থেকে রেকর্ড ভোটে জয়ী রাজনাথ-পুত্র পঙ্কজ সিংহ। নয়ডা বিধানসভা কেন্দ্রে ১ লক্ষ ৮১ হাজারেরও বেশি ভোটে জয়।

Uttarakhand Election Result 2022 : জালালাবাদে ৩০ হাজারের বেশি ভোটে জয়ী আপের প্রার্থী

জালালাবাদে ৩০ হাজারের বেশি ভোটে জয়ী আপের জগদীপ কম্বোজ। 

Uttarakhand Election Result 2022 : মণিপুরেও ২৮ আসন পেয়ে বৃহত্তম দল বিজেপি

মণিপুরেও ২৮ আসন পেয়ে বৃহত্তম দল বিজেপি। কংগ্রেস- ৯, এনপিপি- ৮, এনপিএফ-৫, অন্যান্য- ৪।

Uttarakhand Election Result 2022 : হার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি হেরে গেলেন খাতিমা বিধানসভা কেন্দ্র থেকে। 

Uttarakhand Election Result 2022 : উত্তরাখণ্ডে বিজেপির দখলে ৪২ আসন

উত্তরাখণ্ডে বিজেপির দখলে ৪২ আসন। কংগ্রেস পেয়েছে ২৪ আসন। উত্তরাখণ্ডেও প্রথমবার প্রতি ৫ বছর পর সরকার পরিবর্তন হল না।

UP Election Result 2022 : মুলায়মের পুত্রবধূ অপর্ণা যাদব বিজেপির টিকিটে জয়ী লখনউয়ে

বিজেপির জয়ের উৎসব এবার মুলায়মের বাড়িতেও। বিজেপির জয়ে মিষ্টিমুখ করলেন মুলায়মের পুত্রবধূ অপর্ণা যাদব

UP Election Result 2022 : করহলে জয়ী অখিলেশ যাদব

করহল বিধানসভা কেন্দ্রে থেকে জয়ী সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। ৬১ হাজার ভোটের ব্যবধানে জয় পেলেন তিনি। 

UP Election Result 2022 : সমাজবাদী প্রার্থীকে হারিয়ে জয় যোগীর

সমাজবাদী পার্টির শুভাবতী উপেন্দ্র দত্ত শুক্লাকে হারিয়ে জয় পেলেন যোগী আদিত্যনাথ।

Punjab Poll Result 2022 : ২ টো আসনেই হার চরণজিৎ সিংহ চান্নির

দুটি আসন থেকেই হেরেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চান্নি। তিনি চমকৌর সাহেব এবং ভাদৌর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

Punjab Poll Result 2022 : লাম্বি বিধানসভা কেন্দ্রে হার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদল

পঞ্জাবের মুক্তসার জেলার লাম্বি বিধানসভা কেন্দ্র আপের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে হার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদল। আপের গুরমিত সিংহ খুদিয়ানের কাছে হেরে গেলেন তিনি। 

UP Election Result 2022 : ১ লক্ষ ২ হাজার ভোটে জয়ী যোগী

১ লক্ষ ২ হাজার ভোটে গোরক্ষপুর সদর থেকে জয়ী যোগী আদিত্যনাথ।

Goa Poll Result 2022 : ক্যালাঙ্গুট আসনে জয়ী কংগ্রেস প্রার্থী

কংগ্রেসের মাইকেল ভিনসেন্ট লোবো গোয়ার ক্যালাঙ্গুট আসনে জয়ী হয়েছে। 

Goa Poll Result 2022 : পানাজিতে জয়ী বিজেপি প্রার্থী আতানেসিও মোনসারাতে

গোয়ার পানাজি থেকে জয় পেলেন বিজেপি প্রার্থী আতানেসিও মোনসারাতে। 

Punjab Poll Result 2022 : হার মালভিকা সুদের

পঞ্জাবের মোগা বিধানসভা কেন্দ্রে বলিউড অভিনেতা সোনু সুদের বোন মালভিকা সুদের হার। প্রায় ২০ হাজার ভোটে তিনি হেরে গেলেন আপের ড: অমনদীপ কৌর আরোরার কাছে। 

Goa Poll Result 2022 : গোয়ায় সংখ্যা গরিষ্ঠতা না পেলেও বৃহত্তম দল বিজেপি

গোয়ায় সংখ্যা গরিষ্ঠতা না পেলেও বৃহত্তম দল বিজেপি। ৪০ আসনের গোয়ায় বিজেপির দখলে ২০টি, কংগ্রেসের- ১২, তৃণমূল জোট- ২, আপ- ২। গোয়ায় সরকার গঠনের পথে বিজেপি

Punjab Poll Result 2022 : ১৯ হাজারের বেশি ভোটে পরাস্ত ক্যাপ্টেন অমরিন্দর সিংহ

পরাজিত পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পাঞ্জাব লোক কংগ্রেসের প্রতিষ্ঠাতা। পাটিয়ালা আসনে ১৯ হাজার ৮৭৩ ভোটে হেরে গেলেন ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। 

Uttarakhand Election Result 2022 : ৭০ আসনের উত্তরাখণ্ড বিধানসভায় বিজেপি এগিয়ে ৪১টি আসনে

৭০ আসনের উত্তরাখণ্ড বিধানসভায় বিজেপি এগিয়ে ৪১টি আসনে। কংগ্রেস ২৫টি আসনে এগিয়ে রয়েছে। নির্দলরা এগিয়ে ৪টি আসনে।

Goa Poll Result 2022 : গোয়ায় সরকার গঠনের দাবি জানাবে বিজেপি, আজই দেখা করতে পারে রাজ্যপালের সঙ্গে

গোয়ায় সরকার গঠনের পথে বিজেপি। ৪০ আসনের গোয়ায় বিজেপির এখন পর্যন্ত দখলে ১৯টি। এই পরিস্থিতিতে আজই রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারে গেরুয়া শিবির। সরকার গঠনের দাবি জানাবে তারা

UP Election Result 2022 : গোরক্ষপুর সদর আসনে যোগী ও কারহাল আসনে এগিয়ে অখিলেশ

গোরক্ষপুর সদর আসনে যোগী আদিত্যনাথ ও কারহাল আসনে এগিয়ে রয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।

Goa Poll Result 2022 : গোয়ায় দুটি আসনে জিতেছে আপ, জয়ীদের অভিনন্দন জানিয়ে ট্যুইট কেজরিওয়ালের

গোয়ায় দুটি আসনে জিতেছে আপ। ক্যাপ্টেন ভেনজি ও ইআর ক্রুজকে অভিনন্দন। গোয়ায় সৎ রাজনীতির এটাই শুরু। ট্যুইট অরবিন্দ কেজরিওয়ালের।

Punjab Poll Result 2022 : পাতিয়ালায় হার প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহর

পাঞ্জাবে ১১৭-র মধ্যে আপের দখলে ৯০ আসন। মাত্র ১৮ আসন পেয়ে ধরাশায়ী কংগ্রেস। পাতিয়ালায় হার প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহর

Punjab Poll Result 2022 : পাঞ্জাবের মানুষের রায় মাথা পেতে নিচ্ছি, ট্যুইট সিধুর

পাঞ্জাবে হার স্বীকার করে ট্যুইট নভজ্যোৎ সিংহ সিধুর। "মানুষের কণ্ঠস্বর মানে ঈশ্বরের কণ্ঠস্বর। পাঞ্জাবের মানুষের রায় মাথা পেতে নিচ্ছি। আম আদমি পার্টিকে অভিনন্দন।" ট্যুইট পাঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির।

Punjab Poll Result 2022 : পাঞ্জাবের মানুষকে অভিনন্দন জানিয়ে ট্যুইট কেজরিওয়ালের

পাঞ্জাবে ক্ষমতা দখলের পথে আম আদমি পার্টি। দলের সাফল্যে স্বভাবতই উচ্ছ্বসিত দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। ফলের ট্রেন্ডে আপের বিপুল সাফল্যে ইঙ্গিত পেতেই সোশ্যাল মিডিয়া পাঞ্জাবের মানুষকে অভিনন্দন জানালেন কেজরিওয়াল। ট্যুইটারে তিনি লিখলেন, এই বিপ্লবের জন্য পাঞ্জাবের মানুষকে ধন্যবাদ।  

Manipur Poll Result 2022 : মণিপুরে  বিজেপি ২৫, কংগ্রেস ১১আসনে এগিয়ে

মণিপুরে  বিজেপি ২৫, কংগ্রেস ১১, এনপিপি ১১, এনপিএফ ৬, অন্যান্য  ৭ আসনে এগিয়ে

Punjab Poll Result 2022 : পঞ্জাবে আপ  ৮৯, কংগ্রেস  ১৮ আসনে এগিয়ে

পঞ্জাবে আপ  ৮৯, কংগ্রেস  ১৮, শিরোমণি অকালি দল  ৬, বিজেপি ৩, অন্যান্য ১

Uttarakhand Election Result 2022 : উত্তরাখণ্ডে  বিজেপি ৪৬, কংগ্রেস  ২১ আসনে এগিয়ে

উত্তরাখণ্ডে  বিজেপি   ৪৬, কংগ্রেস  ২১, অন্যান্য  ৩ আসনে এগিয়ে

UP Election Result 2022 : উত্তরপ্রদেশে বিজেপি ২৬৫, এসপি ১২৭ আসনে এগিয়ে

জহুরাবাদ আসন থেকে এগিয়ে সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির ওপি রাজভর। উত্তরপ্রদেশে বিজেপি ২৬৫, এসপি ১২৭, বিএসপি ৬, কংগ্রেস ৪, অন্যান্য ১ আসনে এগিয়ে।

Assembly Election Result 2022 : ৫ রাজ্যে ভোটের ফল নিয়ে কংগ্রেসকে কটাক্ষ ফিরহাদের

পাঞ্জাব কংগ্রেসের হাতছাড়া হওয়ার পথে। একতরফা অগ্রগতি আপের। উত্তরাখণ্ডে সরকার গড়ার দৌড়ে এগিয়ে বিজেপি। মণিপুরেও এগিয়ে বিজেপি। এই পরিস্থিতিতে কংগ্রেসকে কটাক্ষ তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের।

Goa Election Result 2022 : ৭০ আসনের উত্তরাখণ্ড বিধানসভায় বিজেপি এগিয়ে ৪৫টি আসনে

৭০ আসনের উত্তরাখণ্ড বিধানসভায় বিজেপি এগিয়ে ৪৫টি আসনে। কংগ্রেস ২২টি আসনে এগিয়ে রয়েছে। বিদায়ী মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ও কংগ্রেসের হরিশ রাওয়াত নিজেদের কেন্দ্রে পিছিয়ে রয়েছেন। উত্তরাখণ্ডে ম্যাজিক ফিগার ৩৬।

UP Election Result 2022 : উত্তরপ্রদেশে ফের গেরুয়া ঝড়, ২৭০-টিরও বেশি আসনে এগিয়ে বিজেপি

উত্তরপ্রদেশে ফের গেরুয়া ঝড়। ২৭০-টিরও বেশি আসনে এগিয়ে বিজেপি। সমাজবাদী পার্টি ১২০-টির বেশি আসনে এগিয়ে। ৪০৩ আসনের উত্তরপ্রদেশ বিধানসভায় ম্যাজিক ফিগার ২০২।

UP Election Result 2022 : গোরক্ষপুরে ২৬ হাজার ভোটে এগিয়ে যোগী আদিত্যনাথ

গোরক্ষপুর শহর কেন্দ্র থেকে ২৬ হাজার ভোটে এগিয়ে যোগী আদিত্যনাথ 

UP Election Result 2022 : উত্তরপ্রদেশে প্রায় ৭০ শতাংশ আসনে এগিয়ে বিজেপি

 উত্তরপ্রদেশে প্রায় ৭০ শতাংশ আসনে এগিয়ে বিজেপি। পশ্চিম উত্তরপ্রদেশে আগরা বাদে ভাল ফল সমাজবাদী পার্টির।


UP Election Result 2022 : উত্তরপ্রদেশ আড়াইশোর বেশি আসনে এগিয়ে বিজেপি

উত্তরপ্রদেশ বিজেপি  ২৫৪টি, এসপি  ১১৮টি, বিএসপি ৫ ও কংগ্রেস  ৬ আসনে এগিয়ে।

Manipur Poll Result 2022 : মণিপুরে ২৩টিতে এগিয়ে বিজেপি

মণিপুরে বিজেপি ২৩টি, কংগ্রেস ১৩টি, এনপিপি ১১টি, এনপিএফ ৬টি আসনে এগিয়ে

Assembly Election Result 2022 : ’২৪-এর সেমিফাইনালে পাঞ্জাব বাদে বাকি চার রাজ্যেই ভোটে একক বৃহত্তম দল বিজেপি

’২৪-এর সেমিফাইনালে পাঞ্জাব বাদে বাকি চার রাজ্যেই ভোটে একক বৃহত্তম দল বিজেপি। উত্সবে পদ্ম সমর্থকরা। বিকেলে বিজেপির সদর দফতরে যেতে পারেন মোদি।

Punjab Poll Result 2022 : পাঞ্জাবে ম্যাজিক ফিগারে লিড আপের

সি ভোটারের বুথ ফেরত সমীক্ষাই সত্যি প্রমাণিত হতে চলেছে। পাঞ্জাবে কি এবার ক্ষমতা দখল করতে চলেছে আম আদমি পার্টি ? ফলাফলের প্রাথমিক ট্রেন্ডে অন্তত সেরকমই ইঙ্গিত। এখনও পর্যন্ত ৫৪টি আসনে এগিয়ে আপ। ম্যাজিক ফিগার ৫৯-এর কাছে।

Punjab Election Result 2022 : চমকৌরে সাহিব গুরুদোয়ারায় সপরিবারে প্রার্থনা চান্নির

চমকৌরে সাহিব গুরুদোয়ারায় সপরিবারে প্রার্থনা পাঞ্জাবের বিদায়ী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি।


Assembly Election Result 2022 : গোয়ায় ২ আসনে এগিয়ে তৃণমূল

গোয়ায় ২ আসনে এগিয়ে তৃণমূল। একটি করে আসনে এগিয়ে কংগ্রেস ও বিজেপি। অন্যদিকে, উত্তরপ্রদেশে ১০১ আসনে এগিয়ে বিজেপি।

Assembly Poll Result 2022 : ইভিএম কারচুপির কোনও প্রশ্নই নেই, অভিযোগ ওড়াল নির্বাচন কমিশন

সমাজবাদী পার্টি অভিযোগ ওড়ালেন দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক সুশীল চন্দ্র। তাঁর বক্তব্য, ইভিএম কারচুপির কোনও প্রশ্নই নেই। কারণ, নির্বাচন কমিশন সবসময় স্বচ্ছতা বজায় রেখেছে।


Punjab Election Result 2022 : পাঞ্জাবে ভোট হয়েছে ১১৭টি আসনে, শেষ হাসি কার ?

পাঞ্জাবে ভোট হয়েছে ১১৭টি আসনে। শিরোমণি অকালি দল, কংগ্রেস, বিজেপির পাশাপাশি এখানে লড়াই করছে আম আদমি পার্টি।

Uttarakhand Election Result 2022 : উত্তরাখণ্ডে কংগ্রেসের জয়ের ব্যাপারে আশাবাদী হরিশ রাওয়াত

উত্তরাখণ্ডে কংগ্রেসের জয়ের ব্যাপারে আশাবাদী হরিশ রাওয়াত। আগামী ২-৩ ঘণ্টার মধ্যেই তা পরিষ্কার হয়ে যাবে বলে প্রত্যয়ী উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী।


Goa Election Result 2022 : বিধায়ক কেনাবেচার আশঙ্কা, গোয়ায় প্রার্থীদের রিসর্টে সরিয়ে দিল কংগ্রেস

গণনার পরেই বিধায়ক কেনাবেচার আশঙ্কা। গোয়ায় প্রার্থীদের রিসর্টে সরিয়ে দিল কংগ্রেস। প্রয়োজনে আপের সঙ্গে সমঝোতার পথ খোলা বলে দাবি।  

UP Election Result 2022 : উত্তরপ্রদেশে গণনাকেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা 

আজ উত্তরপ্রদেশ, পাঞ্জাব-সহ ৫ রাজ্যের ভোট গণনা। ইভিএমে কারচুপির আশঙ্কায় লখনউয়ে এসপি, বিএসপি, কংগ্রেসের পাহারা। উত্তরপ্রদেশে গণনার মঞ্চ প্রস্তুত। গণনাকেন্দ্রে রাখা হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা। 

প্রেক্ষাপট

নয়া দিল্লি : আজ, ১০ মার্চ উত্তরপ্রদেশ (Uttar Pradesh), পাঞ্জাব (Punjab), মণিপুর (Manipur), উত্তরাখণ্ড (Uttarakhand) ও গোয়ায় (Goa) বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ (Assembly Election Result)। কোন রাজ্যে কোন দল হাসবে শেষ হাসি ? তা জানা যাবে আজ। সেদিকে তো গোটা দেশের নজর থাকবেই, তার পাশাপাশি কারা জিতে নিলেন কোন আসন সেদিকেও নজর থাকবে সকলের। একনজরে দেখে নেওয়া যাক- নজরকাড়া প্রার্থীদের তালিকা...



  • কেশবপ্রসাদ মৌর্য : উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য। সিরাথু কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছেন। ২০১২ সালে  প্রথম বিজেপির হয়ে এই আসনে জেতেন তিনি।

  • চন্দ্রশেখর আজাদ : গোরক্ষপুর (আর্বান) আসন অন্যতম নজরকাড়া। এখানে দাঁড়িয়েছেন আজাদ সমাজ পার্টির সভাপতি ও ভিম আর্মির সুপ্রিমো চন্দ্রশেখর আজাদ। এই আসনে প্রতিদ্বন্দ্বী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

  • যোগী আদিত্যনাথ : গোরক্ষপুর আসনে বিজেপির প্রার্থী যোগী আদিত্যনাথ। ত্রিভুবন নারায়ণ সিংহ-র পর তিনি এই জেলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। প্রসঙ্গত, ১৯৯৮ সাল থেকে গোরক্ষপুরের সাংসদ থেকেছেন যোগী। ২০১৭ সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর আসনে বসার আগে পর্যন্ত।

  • অখিলেশ যাদব : উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সপা নেতা অখিলেশ যাদব এবার মইপুরী জেলার কারহাল কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছেন। চোখ থাকবে তাঁর কেন্দ্রের দিকে। এই কারহাল কেন্দ্রটি মুলায়ম সিংহ যাদবের নির্বাচনী সংসদ ক্ষেত্র মইপুরীর অন্তর্ভুক্ত। 

  • আজম খান : সপার টিকিটে লড়েছেন আজম খান। তাঁর রামপুর আসনের দিকেও নজর থাকবে। রামপুরের সাংসদ আজম খান একাধিক অভিযোগে ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে জেলবন্দী। যদিও গত মঙ্গলবার জমি দখল মামলায় তাঁর জামিন মঞ্জুর করে এলাহাবাদ হাইকোর্ট।

  • প্রকাশ সিংহ বাদল : অন্যদিকে, পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিরোমণি অকালি দলের পৃষ্ঠপোষক প্রকাশ সিংহ বাদল লড়েছেন লম্বি আসন থেকে। ৯৪ বছরের বর্ষীয়ান এই রাজনীতিক এবার জিতলে ষষ্ঠবার বিধায়ক হবেন।

  • ভগবন্ত সিংহ মান : ভগবন্ত সিংহ মানকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে লড়েছে আম আদমি পার্টি। প্রাক্তন এই কমেডিয়ান দ্য গ্রেট ইন্ডিয়ান লাফ্টার চ্যালেঞ্জে অংশগ্রহণ করেছিলেন। যেখানে বিচারক ছিলেন সিধু।

  • নভজ্যোৎ সিংহ সিধু : নজর থাকবে নভজ্যোৎ সিংহ সিধুর দিকেও। বিজেপিতে রাজনৈতিক কেরিয়ার শুরু করলেও, এখন কংগ্রেসে প্রাক্তন এই ক্রিকেটার। কপিল শর্মার শো ছাড়ার পর টেলিভিশনে আর মুখ দেখাননি সিধু।

  • অমরিন্দর সিংহ : অন্যদিকে রয়েছেন ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। কংগ্রেস থেকে বেরিয়ে আসার পর তিনি পাঞ্জাব লোক কংগ্রেস গঠন করেন। কংগ্রেসে থাকালীন সিধুর কট্টর সমালোচক ছিলেন। যা পরে বাকযুদ্ধে পরিণত হয়েছিল।

  • চরণজিৎ সিংহ চান্নি : পাঞ্জাবের অন্যতম দলিত নেতা চরণজিৎ সিংহ চান্নি। এর পাশাপাশি তিনি এই রাজ্যের প্রথম দলিত মুখ্যমন্ত্রীও। অমরিন্দর সিংহের প্রস্থানের পর কংগ্রেস তাঁকে বেছে নেওয়ায় অনেকেই অবাক হয়েছিলেন।


  • উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা হরিশ রাওয়াত লালকুয়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।


       



- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.