Investment News: এবার বিনিয়োগকারীদের জন্য আরও ভাল রিটার্নের স্কিম আনতে চলেছে EPFO। যে বিনিয়োগকারীরা বেশি ঝুঁকি নিতে চান,তাদের বয়সের উপর ভিত্তি করে এই বিকল্প দেবে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড। এই বিকল্পটি ইপিএফ ও পেনশন অ্যাকাউন্টধারকদের দেওয়া হবে। এদের মোট বিনিয়োগের একটি বড় অংশ বিনিয়োগ করার বিকল্প দেবে ইপিএফও (EPFO)।
EPFO Latest Update: কী ভাবছে ইপিএফও ?
যাঁরা ইক্যুইটি অর্থাৎ স্টক মার্কেটে বেশি রিটার্ন পেতে চান তাদের ক্ষেত্রে নতুন স্কিমের পরিকল্পনা করছে পাশাপাশি বয়স্ক অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য অর্থ বন্ড বা সুরক্ষিত ঋণে বিনিয়োগের বিকল্প দেওয়া হতে পারে। আসলে, EPFO তার অ্যাকাউন্টহোল্ডারদের বেশি রিটার্ন দেওয়ার লক্ষ্যে এই নিয়মগুলিতে পরিবর্তনের কথা বিবেচনা করছে।
Investment News:
বর্তমানে, EPFO তহবিলের মাত্র ১৫ শতাংশ ইক্যুইটিতে বিনিয়োগ করতে পারেন অ্যাকাউন্টহোল্ডাররা। যেমন স্টক মার্কেটে নিফটি 50, সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ ভিত্তিক এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে ব্যবহার করা হয় সেই টাকা। বর্তমানে, EPFO-র মোট ১৫ লক্ষ কোটি টাকার সংস্থান রয়েছে, যাতে মোট ৬ কোটি অ্যাকাউন্ট হোল্ডার রয়েছেন। এবার অ্যাকাউন্ট হোল্ডারদের বেশি রিটার্ন দেওয়ার জন্য EPFO ২৫ শতাংশ তহবিল শেয়ার বাজারে বিনিয়োগ করতে চায়। এখন কেবল এই পরিকল্পনা EPFO বোর্ডের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
EPFO প্রভিডেন্ট ফান্ড ও পেনশন ফান্ডে জমা টাকা আলাদাভাবে বিনিয়োগ করার কথা ভাবছে। সেই ক্ষেত্রে অ্যাকাউন্ট হোল্ডারদের বয়স ও তাদের ঝুঁকির নেওয়ার ক্ষমতার ওপর নির্ভর করছে সবকিছু। নতুন পরিকল্পনা অনুসারে, তহবিলের একটি বড় অংশ ইক্যুইটিতে বিনিয়োগ করা হবে। পাশাপাশি প্রবীণদের নিরাপদ স্থানে বিনিয়োগের ব্যবস্থা করবে কর্মী সংগঠন । পেনশন তহবিলে জমা পরিমাণ রিয়েল এস্টেটে বা পরিকাঠামার মতো খাতে বিনিয়োগ করা হতে পারে, যা পরর্তীকালে বেশি রিটার্ন দিতে পারে ইপিএফও অ্যাকাউন্টহোল্ডারদের।
EPFO 2021-22 সালে তার অ্যাকাউন্ট হোল্ডারদের ৮.১০ শতাংশ রিটার্ন দিয়েছে। যা ব্যাঙ্কের দেওয়া রিটার্নের থেকে অনেক বেশি। কিন্তু দীর্ঘ মেয়াদে এই ধরনের বিনিয়োগ পদ্ধতি থেকে উচ্চ রিটার্ন দেওয়া সম্ভব নয়। তাই বিনিয়োগের পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনার প্রস্তুতি চলছে। আগের তুলনায় ইতিমধ্যেই EPF হার ৮.১০ শতাংশ নেমে এসেছে, যা ১৯৭৭-৭৮ থেকে অনেক নেমে এসেছে।
আরও পড়ুন : EPFO Update: শীঘ্রই চাকরিতে অবসরের বয়স বাড়বে! ইপিএফও-র পরামর্শে নতুন জল্পনা