কলকাতা: শহরে গত কয়েকদিনে পেট্রোল-ডিজেলের দামে (Petrol Diesel Price) হেরফের না হলেও সেঞ্চুরি হাঁকানোর পরের থেকেই মধ্যবিত্তের নাভিশ্বাস উঠেছে। একে রান্নার গ্যাসের দাম দিগন্ত পার করেছে। তার উপর সপ্তাহান্তে বাড়ির গাড়ি চালিয়ে নিদেনপক্ষে কাছে পিঠে শহরের দর্শনীয় স্থানগুলি ঘোরার আগে বাড়ির কর্তা তিনবার  ভাবতে বসে। পকেট থেকে কত বেরোবে টাকা ? আজকি খুশি হতে পারল কলকাতা ? জানুন কোথায় দাঁড়িয়ে আজ পেট্রোল-ডিজেলের দাম কলকাতা-সহ সারা দেশে।


 আজ কলকাতা-সহ সারা দেশে কী দাম পেট্রোল-ডিজেলের ?


 কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.০৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৭৬ টাকা। 


 দিল্লিতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৬২ টাকা।


 চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০২.৬৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪. ২৪ টাকা।


 মুম্বইতে পেট্রোলের লিটার প্রতি দাম ১১১.৩৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৭.২৮ টাকা।


 নয়ডায় পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৫৭ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৯৬ টাকা। 


 লখনউতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৫৭  টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৭৬টাকা।


 জয়পুরে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৪.৪৮  টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৩.৭২ টাকা।


 পাটনায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৭.২৪  টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪.০৪ টাকা।


 বেঙ্গালুরুতে পেট্রোলের লিটার প্রতি দাম ১০১.৯৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৮৯ টাকা।


  চণ্ডীগড়ে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.২০  টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৪. ২৬টাকা।


প্রসঙ্গত, জ্বালানির জ্বালা কম নয়। উঠতে বসতে পেট্রোল আর পেট্রোলিয়াম প্রোডাক্টের উপর দাঁড়িয়ে মানুষের জীবন। যুগের সঙ্গে তাল মিলিয়ে কয়লা আগুন জ্বালিয়ে রান্না-বান্না সংখ্যা পিছনে ফেলে, গ্যাসের ওভেন শহরে-মফস্বলে অনেকটাই প্রভাব ফেলেছে। যদিও কোভিড পরিস্থিতির পর যেহারে কাজ হারিয়েছে মানুষ, তার থেকেও জোরে দাম বেড়েছে জ্বালানীর। সেই যে স্কোর বোর্ডে সেঞ্চুরি পার করে দেশের শহরগুলিতে। তা এখনও অধিকাংশ শহরে নামেনি। তবে অপেক্ষা ছাড়েনি কেউ।


উল্লেখ্য, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেট্রোলের উপর আফগারি শুল্ক প্রতি লিটারে ৮ টাকা কমানোর ঘোষণা করে। তারপর থেকে পেট্রোল ও ডিজেলের দাম অব্যহত। কেন্দ্র পেট্রোল ও ডিজেলের এক্সাইজ ডিউটি কমানোর পরেই, রাজ্যে কমে আসে জ্বালানীর দাম। তাও সেই এখনও ১০০ টাকার উপরেই রয়েছে পেট্রোল-ডিজেলের দাম। যদিওরাশিয়া-ইউক্রেনের যুদ্ধকালীন পরিস্থিতি থেকেই তেলের দামে বিশ্ববাজারে বিস্ফোরণ ঘটেছিল। সেই প্রভাব পড়েছিল ভারতেও।


আরও পড়ুন, গরু পাচারকাণ্ডে ধৃত এনামুল ঘনিষ্ঠের হোটেল সিল করল সিআইডি


৫ রাজ্যের ভোটের আগে একটানা বহুদিন জ্বালানীর দাম বৃদ্ধির পর থমকে ছিল। সেই সময় তৃণমূলের হেভিওয়েট নেতা কুণাল ঘোষ থেকে শুরু করে পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম এই ইস্যু নিয়ে কেন্দ্রের মোদি সরকারকে তোপও দেগেছিলেন। তবে পরে জ্বালানীর দাম কমিয়ে আনা হয়। আর এই ইস্যুই তৃণমূল নেতারা বলেন, ভোটের আগে দাম কমিয়ে ফের বাড়াবে নরেন্দ্র মোদির সরকার। মূলত জ্বালানীর দাম ফের বাড়লে প্রভাব পড়বে অনেক কিছুতেই। পরিবহণ ইস্যুতে প্রভাব পড়বে কাঁচামালের দরেও। কিন্তু বাইশে বাকি আর ৩ মাস, তার আগে দাম কমতে দেখবে কি মহানগর ?