নয়া দিল্লি : প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ-র শারীরিক অবস্থা স্থিতিশীল। পরিস্থিতির উন্নতি হচ্ছে। আজ এমনই জানান দিল্লির এইমস হাসপাতালের এক আধিকারিক। 


জ্বর থেকে দুর্বল বোধ করায় দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয় ৮৯ বছরের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। গত পরশু তাঁকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে ভর্তি করা হয়। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের কার্ডিও-নিউরো সেন্টারের একটি প্রাইভেট ওয়ার্ডে ভর্তি রয়েছেন তিনি।


বর্তমানে মনমোহন সিংহকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। হৃদরোগ বিশেষজ্ঞ নীতিশ নায়েকের নেতৃত্বে একটি চিকিৎসক দলের তত্ত্বাবধানে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁকে দেখতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। ট্যুইট করে প্রাক্তন প্রধানমন্ত্রীর আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইটারে তিনি লেখেন, আমি ডঃ মনমোহন সিংহজি-র সুস্বাস্থ্য এবং দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি। কংগ্রেসের তরফেও তাদের অফিসিয়াল হ্যান্ডলে ট্যুইট করে প্রাক্তন প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করা হয়। বৃহস্পতিবার সন্ধেয় মনমোহন সিংহ-র শারীরিক অবস্থার খোঁজখবর নিতে যান কংগ্রেস নেতা রাহুল গাঁধী।


আরও পড়ুন ; এইমসে ভর্তি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের অবস্থা স্থিতিশীল, আরোগ্য কামনা নরেন্দ্র মোদির


এর আগে চলতি বছরের এপ্রিলে করোনা পজিটিভ হওয়ায় মনমোহন সিংকে এইমসে ভর্তি করা হয়েছিল। তার আগে, গতবছরও শারীরিক অস্বস্তি নিয়ে তিনি এইমসে ভর্তি হয়েছিলেন। 


আরও পড়ুন ; করোনামুক্ত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ


১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর পরাধীন ভারতের পঞ্জাবের গহ (বর্তমান পাকিস্তানের পঞ্জাব) -এ জন্মগ্রহণ করেন মনমোহন সিংহ। দীর্ঘ কেরিয়ারে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ১৯৮২ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত তিনি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) গভর্নর ছিলেন। ১৯৮৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত তিনি যোজনা কমিশনের ডেপুটি চেয়ারপার্সনের দায়িত্ব পালন করেছিলেন। এরপর ১৯৯১ সালে, তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন।