নয়াদিল্লি: ‘আমাদের কাছে সবসময়ই জনগণ সবার আগে।’ পেট্রোপণ্যের মূল্য হ্রাসের পরই ট্যুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi)। মূল্যবৃদ্ধির আগুনের মধ্যেই অবশেষে দাম কমল পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel Price)। শনিবার পেট্রোল-ডিজেলে এক্সাইজ ডিউটি কমাল কেন্দ্র। সে প্রসঙ্গে এ দিন প্রধামনন্ত্রী ট্যুইট করে লেখেন, 'আজকের সিদ্ধান্ত বিভিন্ন ক্ষেত্রে নিশ্চিত ভাবে প্রভাব ফেলবে। নাগরিকের জীবনযাত্রায় আরও স্বাচ্ছন্দ্য আনবে'।


 






উল্লেখ্য, পেট্রোলে ৮টাকা, ডিজেলে ৬ টাকা এক্সাইজ ডিউটি কমানো হয়েছে। এক্সাইজ ডিউটি কমায় লিটারে সাড়ে ৯টাকা দাম কমল পেট্রোলের।
এক্সাইজ ডিউটি কমায় লিটারে ৭টাকা দাম কমল ডিজেলের। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি  উজ্জ্বলা প্রকল্পের গ্যাসে সিলিন্ডার প্রতি ২০০ টাকা করে ভর্তুকি দেবে কেন্দ্র। আর তাতে উপকৃত হবেন ৯ কোটি গ্রাহক। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান বছরে সর্বোচ্চ ১২টি সিলিন্ডারে মিলবে ভর্তুকি।


 






প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে সাধারণ মানুষের কাঁধ থেকে দৈনন্দিন খরচের বোঝা লাঘব করতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman। আগে যদিও শুল্কের হার বাড়িয়েছিল কেন্দ্র। তাই সামান্য দাম কমলেও, সাধারণ মানুষ আদৌ রেহাই পাবেন কিনা, প্রশ্ন উঠছে।


শুল্ক কমানোর ঘোষণা নির্মলার: শনিবার নিজের টুইটার হ্যান্ডলে জ্বালানির উপর থেকে শুল্ক কমানোর ঘোষণা করেন নির্মলা। তিনি লেখেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর সরকার দরিদ্র এবং সাধারণ মানুষের কষ্টলাঘবে প্রতিশ্রুতিবদ্ধ। তাই সাধারণ সুরাহার জন্য আরও কিছু পদক্ষেপের ঘোষণা করছি আমরা।' এক্সাইজ ডিউটি কমায় সাড়ে ৯টাকা দাম কমবে পেট্রোলের। এক্সাইজ ডিউটি কমায় ৭টাকা দাম কমবে ডিজেলের। উজ্জ্বলা প্রকল্পের গ্যাসে সিলিন্ডার প্রতি ২০০ টাকা করে ভর্তুকি দেবে কেন্দ্র। বছরে সর্বোচ্চ ১২টি সিলিন্ডারে মিলবে এই ভর্তুকি। শনিবার টুইট করে জানালেন নির্মলা।