নয়াদিল্লি: মূল্যবৃদ্ধি থেকে মুদ্রাস্ফীতি, হাঁফাস করছে গোটা দেশ। তার মধ্যেই নয়া মাইলফলক ছুঁলেন শিল্পপতি গৌতম আদানি (Gautam Adani)। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১০ হাজার কোটি ডলার ছুঁয়ে ফেলল (Centibillionaires Club)। তাঁকে নিয়ে গোটা বিশ্বে ১০ হাজার কোটি ডলার সম্পত্তির মালিকের সংখ্যাও ১০ জন হল। বিশ্বের তাবড় ধনকুবেরদের পরিসংখ্যান প্রকাশ করে এমনটাই জানাল ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স (Bloomberg Billionaires Index)।  


সবে মাত্র তিন মাস হল ২০২২ সালে পা রেখেছে গোটা বিশ্ব। তার মধ্যেই চলতি বছরে আদানির সম্পত্তির (Adani group) পরিমাণ গত বছরের তুলনায় ২ হাজার ৪০০ কোটি ডলার বেড়েছে। তাতেই বিশ্বের সেরা ১০ জন ধনকুবেরের তালিকায় জায়গা পেয়ে গিয়েছেন তিনি। পিছনে ফেলে দিয়েছেন রিলায়্যান্স কর্ণধার মুকেশ আম্বানীকেও। তাঁর সম্পত্তি ৯ হাজার ৯০০ কোটি ডলারে রয়েছে। তালিকায় একাদশ স্থানে রয়েছেন আম্বানী (Mukesh Ambani)।


পারিবারিক কাপড়ের ব্যবসায় কোনও আগ্রহই ছিল না আদানির। বাণিজ্য শাখায় কলেজে ভর্তি হলেও, স্নাতক হওয়ার আগেই পড়াশোনার পাঠ চুকিয়ে বেরিয়ে আসেন। কিন্তু রকেটের গতিতে যে ভাবে এগিয়ে চলেছেন তিনি, তাতে শিল্পক্ষেত্রে বাকিরা পিছনে পড়ে যাচ্ছেন। বন্দর, খনি এবং সৌরশক্তির উপর নির্ভর করেই মূলত নিজের সাম্রাজ্য গড়ে তুলেছেন তিনি।


আরও পড়ুন: Row over Chandigarh: রাজধানী কেড়ে নেওয়ার অভিযোগ পঞ্জাবের, চণ্ডীগড় নিয়ে চরমে সংঘাত


ফ্রান্সের তৈল ও গ্যাস সংস্থা ‘টোটাল এসই’, আমেরিকার ‘ওয়ারবার্গ পিঙ্কাস’-এর মতো ইক্যুইটি সংস্থাও আদানির সঙ্গে হাত মিলিয়েছে। সৌদি আরবের সঙ্গেও জোট বেঁধে আগামী দিনে কাজ করার কথা চলছে আদানির। বিশ্বের বৃহত্তম তেল রফতানিকারী সংস্থায় খুব শীঘ্রই বিনিয়োগ করতে চলেছেন তিনি। ২০২০ সাল থেকে এখনও পর্যন্ত শেয়ার বাজারে আদানি গ্রুপের কিছু স্টকের দর ১০০০ শতাংশ ছাড়িয়ে গিয়েছে।


২০২১ সালে বিশ্বের সেরা ৫০০ ধনকুবেরের তালিকায় প্রচারের যাবতীয় রোশনাই নিজের দিকে টেনে নেন আদানি। সে বছর তাঁর সম্পত্তি বৃদ্ধির পরিমাণ ছিল ৪ হাজার ২৭০ কোটি ডলার। এ বছর ফেব্রুয়ারি মাসেই এশিয়ার সবচেয়ে ধনী শিল্পপতি ঘোষিত হন আদানি। আর তার পরেই ১০ হাজার কোটি ডলারের ক্লাবে ঢুকে পড়লেন তিনি।


বর্তমানে ১০ হাজার কোটি ডলারের ওই ক্লাবে শীর্ষে রয়েছেন টেসলা কর্তা ইলন মাস্ক। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২৭ হাজার ৪০০ কোটি ডলার। তার পর তালিকায় যথাক্রমে রয়েছেন অ্যামাজন কর্ণধার জেফ বেজোস, বার্নার্ড আর্নোঁ, বিল গেটস, ওয়ারেন বাফে, ল্যারি পেজ, সেরগেই ব্রিন, স্টিভ বলমার, ল্যারি এলিসন এবং গৌতম আদানি। ফেসবুক কর্ণধার মার্ক জাকারবার্গ রয়েছেন দ্বাদশ স্থানে।