পানাজি: ''বিজেপি গোয়ায় মোট ১৮-২২ টি আসন জিতে সরকার গড়বে'', মন্তব্য গোয়ার (goa) মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের (pramod sawant)। সি ভোটারের Exit poll-এ ইঙ্গিত, বিজেপির দখলে থাকা গোয়া বিধানসভায় এবার ত্রিশঙ্কু হতে পারে! কিন্তু অন্যরকম ভাবছেন গোয়ার মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, ''আমাদের একটাই লক্ষ্য বিজেপির ডাবল ইঞ্জিন সরকার যাবতীয় পরিকাঠামো যেগুলো বাকি সব কাজ সম্পূর্ণ করবে। এক্সিট পোল অনুযায়ী বিজেপি উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া ও মনিপুরেও ক্ষমতায় আসতে চলেছে আবার। পঞ্জাবেও ভাল পারফর্ম করবে দল।''
উল্লেখ্য, সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, ৪০ আসনের গোয়া বিধানসভা নির্বাচনে ১৩ থেকে ১৭টি আসনে জিততে পারে বিজেপি। গেরুয়া শিবিরের প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস পেতে পারে ১২ থেকে ১৬টি আসন। তৃণমূল ও মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি-র জোট ৫ থেকে ৯টি আসনে জিততে পারে। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ১ থেকে ৫ এবং অন্য দলগুলি সর্বোচ্চ ২টি আসন জিততে পারে বলে ইঙ্গিত সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায়।
সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, প্রাপ্ত ভোট শতাংশের নিরিখে, বিজেপি পেতে পারে ৩৩ শতাংশ ভোট। ৩০ শতাংশ ভোট যেতে পারে কংগ্রেসের পক্ষে। প্রায় ১৫ শতাংশ ভোট যেতে পারে আম আদমি পার্টির ঝুলিতে। এছাড়া তৃণমূল ও মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি-র জোট ১১ শতাংশ এবং অন্য দলগুলি ১১ শতাংশ ভোট পেতে পারে বলে সি ভোটারের Exit poll-এ ইঙ্গিত। এই Exit poll-এর ক্ষেত্রে সমীক্ষকরা কথা বলেছেন গোয়ার ৫ হাজার ৫০২ জন ভোটারের সঙ্গে। মার্জিন অফ এরর - প্লাস মাইনাস ৩ শতাংশ। সমীক্ষক সংস্থা CNX-এর Exit poll অনুযায়ী, গোয়ায় ১৬ থেকে ২২টি আসনে জিততে পারে বিজেপি। কংগ্রেস জোট জয়ী হতে পারে ১১ থেকে ১৭টি আসনে। ১ থেকে ২টি আসন যেতে পারে MGP-তৃণমূল জোটের দখলে। আম আদমি পার্টি সর্বোচ্চ ২, অন্যরা ৪ থেকে ৫টি আসনে জয়ী হতে পারে।
ভেটো-র Exit poll-এ ইঙ্গিত গোয়ায় বিজেপি জিততে পারে ১৪টি আসনে ১৬টি আসন যেতে পারে কংগ্রেস জোটের দখলে। আম আদমি পার্টি ৪ এবং অন্যরা ৬টি আসনে জয়ী হতে পারে। JAN KI BAAT’এর EXIT POLL-এ ইঙ্গিত গোয়ায় বিজেপি জিততে পারে ১৩ থেকে ১৯টি আসনে। ১৪ থেকে ১৯টি আসন যেতে পারে কংগ্রেস জোটের দখলে। MGP-তৃণমূল জোট জিততে পারে ৫ থেকে ৯টি আসনে। ১ থেকে ২টি আসন পেতে পারে আম আদমি পার্টি। অন্যরা ৪ থেকে ৮টি আসনে জয়ী হতে পারে। GROUND ZERO RESEARCH’এর EXIT POLL-এ ইঙ্গিত, গোয়ায় ১০ থেকে ১৪টি আসনে জিততে পারে বিজেপি। ২০ থেকে ২৫টি আসনে জিততে পারে কংগ্রেস জোট। MGP-তৃণমূল জোট জিততে পারে ৩ থেকে ৫টি আসনে। এছাড়া আম আদমি পার্টি সর্বোচ্চ ১টি এবং অন্যরা ১ থেকে ৩টি আসনে জয়ী হতে পারে বলে ইঙ্গিত।