কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও রাজীব চৌধুরী, কলকাতা: ভোট প্রচারে গোয়ায় (Goa) যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নির্বাচন কমিশনের কাছে, ৩০ জন ‘তারকা প্রচারকে’র নাম জমা দিয়েছে তৃণমূল (TMC)। আজ দ্বিতীয় দফায় গোয়ার আরও ৭ প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল (TMC)। এ’নিয়ে তৃণমূল গোয়ায় ১৮ জন প্রার্থীর নাম ঘোষণা করল।


বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই গোয়ায় রাজনৈতিক তত্‍পরতা বাড়াচ্ছে তৃণমূল। এই পরিস্থিতিতে শনিবার গোয়া বিধানসভা ভোটের জন্য ৩০ জন তারকা প্রচারকের নাম ঘোষণা করল বাংলার শাসকদল। 


তাতে প্রথমেই রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। পরের নামটি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।  ৪ দিনের গোয়া সফর শেষে, শুক্রবারই রাজ্যে ফিরেছেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ। সোমবার থেকে গোয়ায় মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। তৃণমূল সূত্রে খবর, তার আগে রবিবার ফের গোয়ায় যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।


এদিকে গোয়ায়, তৃণমূলের ‘তারকা প্রচারকে’র নামের তালিয়ায় রয়েছেন বাবুল সুপ্রিয়, ডেরেক ও’ব্রায়েন, মহুয়া মৈত্র, এ ছাড়াও তালিকায় নাম রয়েছে, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো, প্রাক্তন IAS অফিসার ও রাজ্যসভার সাংসদ জহর সরকার, গোয়া তৃণমূলের সহ-সভাপতি ও অভিনেত্রী নাফিসা আলি, প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডি’কুনহা ও টেনিস তারকা লিয়েন্ডার পেজে’র।


১৪ ফেব্রুয়ারি গোয়ায় ভোটগ্রহণ। তার আগে, শুক্রবার, গোয়ার পানাজিতে তৃণমূলের পার্টি অফিসে হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ, ২ পুলিশকর্মী-সহ ৬ জন এসে ফ্লেক্স ছেঁড়ার পাশাপাশি পার্টি অফিসের নিরাপত্তারক্ষীদের নিগ্রহ করেন।


এ’নিয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেছে তৃণমূল। তৃণমূলের আরও অভিযোগ, গাড়িতে পোস্টার-ব্যানার থাকায় ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা IPAC’র ৩ কর্মীকে গোয়ায় আটক করে পুলিশ। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।


তৃণমূল কংগ্রেস সাংসদ সুখেন্দুশেখর রায়ের কথায়, গোয়ায় ভয় পাচ্ছে। তাই ওরা এই সব করছে৷ যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান প্রতিপক্ষ। তাই ছবি সহ্য করতে পারছেন না। এদের দুর্বলতা প্রকট হচ্ছে।


বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যেদিন স্যান্ডো গেঞ্জির বুক পকেট হবে, সেদিন গোয়ায় তৃণমূল আসবে। 


এই চাপানউতোরের মধ্যেই, ফের কংগ্রেসকে জোট-বার্তা দিয়েছেন গোয়া তৃণমূলের সহ-সভাপতি ও অভিনেত্রী নাফিসা আলি। কংগ্রেসের সভানেত্রী সনিয়া গান্ধীর উদ্দেশ্যে টুইটারে খোলা চিঠিতে তিনি লিখেছেন, আমি জানি, সনিয়া গান্ধী (কংগ্রেস) গোয়ার পক্ষে কথা বলেন এবং গোয়ার কথা অনুভব করেন। আশা করি তিনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সঙ্গে জোট করার জন্য পি চিদম্বরমকে বলবেন। আমি এও জানি, তিনি (সনিয়া গাঁধী) অহংকারের রাজনীতির ঊর্ধ্বে। তাঁকে এই বিষয়ে মতামত দিতে অনুরোধ করব।


দেশে করোনার তৃতীয় ঢেউয়ের মধ্যে গোয়া-সহ ৫ রাজ্যের ভোট হতে চলেছে। এই পরিস্থিতিতে র‍্যালি ও রোড শো-র ওপর নিষেধাজ্ঞার মেয়াদ ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে জাতীয় নির্বাচন কমিশন।