নয়া দিল্লি: তালিবান আফগানিস্তান দখলের পর থেকেই দেশ ছাড়ার হিড়িক দেখা গিয়েছে। ভারতের নাগরিক ছাড়াও অনেক আফগান নাগরিকও ভারতে এসেছে। এই আবহে আফগানদের জন্য আপৎকালীন ই-ভিসা চালু করল নয়াদিল্লি। ই-ভিসা নিয়েই তাঁরা ভারতে আসতে পারবে, বুধবার এমনটাই জানাল স্বরাষ্ট্রমন্ত্রক।


কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে টুইট করে বলা হয়েছে, ‘আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে তাঁরা যাতে জরুরি ভিত্তিতে ভিসা পেতে পারেন সেই বন্দোবস্ত করা হয়েছে। এই ভিসার নাম e-Emergency X-Misc visa। এর মাধ্যমে আবেদন করলে দ্রুত ভিসা পেয়ে ভারতে আসা যাবে।’


মন্ত্রকের তরফে দ্রুত ভিসার অনুমোদন দেওয়া হবে, যাতে বর্তমান পরিস্থিতিতে বেশিদিন তাদের আফগানিস্তানে আটকে থাকতে না হয়, এমনটাই জানান হয়েছে। এদিকে, আফগানিস্তান থেকে ভারতে ফিরলে নিতে হবে পোলিও টিকা। বিমান বন্দরকে সতর্ক করল স্বাস্থ্য দফতর।



বিমান বন্দরে স্বাস্থ্য দফতরের দল থাকবে, তারাই টিকা দেওয়ার কাজ করবে। টিকা নিয়ে তবেই বিমানবন্দরেরবাইরে বেরানো যাবে। বিমানবন্দর অধিকর্তাকে চিঠি দিলেন উত্তর ২৪ পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। আফগানিস্তানে পোলিও-র বাড়-বাড়ন্তের জন্যই এই ব্যবস্থা।


আফগানিস্তান থেকে ৭৮ জন যাত্রী নিয়ে দিল্লিতে আসছে বিমান। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দুশানবে হয়ে বিমানটি দিল্লিতে আসবে।  বিমানের ৭৮ জন যাত্রীর মধ্যে ২৫ জন ভারতীয়। বায়ুসেনার বিমানে কাবুল বিমানবন্দর থেকে ওই ৭৮ জনকে আনা হচ্ছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি সম্প্রতি জানিয়েছিলে, বর্তমান পরিস্থিতিতে কাবুলে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত ও ভারতীয় কর্মীদের দ্রুত ভারতে ফিরিয়ে আনা হবে। যদিও তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি ভারত।


এদিকে, তালিবানের বিরুদ্ধে কার্যত বিদ্রোহের ডাক দিলেন আফগানিস্তানের প্রথম মহিলা মেয়র জারিফা ঘাফারি। তালিবানের উদ্দেশ্যে জারিফার বার্তা, আফগানিস্তান আমাদের ছিল, আমাদেরই থাকবে। এই মুহূর্তে জার্মানিতে রয়েছেন জারিফা। আফগানিস্তানের প্রাক্তন মহিলা মেয়রের দাবি, সাধারণ মানুষ কখনও তালিবানের বিরুদ্ধে মুখ খোলেনি। এর জন্য দেশের নেতাদের পাশাপাশি দায়ী বিশ্বের রাজনৈতিক ব্যক্তিত্বরাও।