Gujarat Election 2022 Date: ১৮২ আসনের গুজরাতে ২ দফায় ভোট, ফল ৮ ডিসেম্বর

Gujarat Poll: ১৮২ আসনের গুজরাতের বিধানসভা নির্বাচন ২টি দফায় করা হবে।

Continues below advertisement


নয়াদিল্লি: গুজরাতের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। 

Continues below advertisement

দুই দফায় ভোট:
১৮২ আসনের গুজরাতের বিধানসভা নির্বাচন ২টি দফায় করা হবে। প্রথম দফা ভোট হবে ১ ডিসেম্বর। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ৫ ডিসেম্বর। ভোটগণনা হবে ৮ ডিসেম্বর।

 

মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বৃহস্পতিবার দুপুরে গুজরাত বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেন।

প্রথম দফায় নির্বাচন:
প্রথম দফায় অর্থাৎ ১ ডিসেম্বরে গুজরাতের ৮৯টি বিধানসভায় ভোটগ্রহণ হবে। ৫ নভেম্বর গেজেট নোটিফিকেশন প্রকাশ করা হবে। মনোনয়ন পত্র জমার শেষদিন ১৪ নভেম্বর। মনোনয়নপত্রের স্ক্রুটিনি হবে ১৫ নভেম্বর।  মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ দিন ১৭ নভেম্বর। 

দ্বিতীয় দফায় নির্বাচন:
দ্বিতীয় দফার গুজরাতের ৯৩টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে। ১০ নভেম্বর প্রকাশিত হবে গেজেট নোটিফিকেশন। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ১৭ নভেম্বর।  ১৮ নভেম্বর হবে স্ক্রুটিনি। দ্বিতীয় দফার জন্য মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ২১ নভেম্বর।

এবিপি সি-ভোটার ওপিনিয়ন পোল অনুয়ায়ী, এবারও গুজরাতে ক্ষমতা ধরে রাখতে পারবে বিজেপি। ১৩৫ থেকে ১৪৩ টি আসন পাবে তারা। আগের বারের থেকেও আসন সংখ্যা বাড়বে। অন্যদিকে কংগ্রেসের আসন থাকবে ৩৪ থেকে ৪৪টির মধ্যে। আম আদমি পার্টি খুব বেশি হলে ১টি আসন পেতে পারে।      

ভোটের আগে বড় সিদ্ধান্ত:
বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে চলে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিষ্টান, যাঁরা গুজরাতের আনন্দ ও মেহসানায় দীর্ঘ দিন ধরে বসবাস করছেন, ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের আওতায় তাঁদের সকলকে ভারতের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র (Indian Citizenship)। ভারতীয় নাগরিকত্ব পেতে এদেশে অন্তত ৫ বছর বসবাসের সময়সীমা এক্ষেত্রে প্রযোজ্য নয়। বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত গুজরাতের মদনদে ফিরতে বিজেপিকে কোনও সাহায্য করে কিনা, তা অবশ্য সময়ই বলবে।

আরও পড়ুন: মার্শাল আর্টে নিখুঁত ঘুষি কীভাবে? হাতেকলমে শেখালেন রাহুল

 

Continues below advertisement
Sponsored Links by Taboola