আমদাবাদ: আমিষ (Non-Veg) ও নিরামিষ (Veg) খাবার তরজা উঠল গুজরাতে (Gujrat)। সে রাজ্যে সম্প্রতি আমিষজাতীয় খাবার বিক্রি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আমদাবাদ (Ahmedabad) মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের টাউন প্ল্যানিং কমিটি রাস্তার পাশে এবং শহরের স্কুল এবং ধর্মীয় স্থান থেকে ১০০ মিটারের কাছাকাছি আমিষ খাবারের স্টল বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল। যা নিয়ে জলঘোলা শুরু হয়। 

এই ঘটনা নিয়ে শোরগোল উঠতেই গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল সোমবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে বিভিন্ন খাদ্যাভ্যাস নিয়ে সরকারের কোনও সমস্যা নেই। এই ঘটনায় বিরোধীরা বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছিল। যদিও ভূপেন্দ্র প্যাটেল জানিয়ে দেন যে এই ঘটনার সঙ্গে ভারতীয় জনতা পার্টি কোনওভাবেই দায়ী নয়। 

আরও পড়ুন, গরুদের জন্য বিনামূল্যে ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স পরিষেবা দেবে উত্তরপ্রদেশ, খোলা হচ্ছে কল সেন্টার

গুজরাটের আনন্দ জেলার বাঁধনি গ্রামে বিজেপির একটি অনুষ্ঠানে তিনি বলেন, "কিছু লোক নিরামিষ খাবার খান, কিছু লোক আমিষ খাবার খান, এতে বিজেপি সরকারের কোনো সমস্যা নেই। রাস্তার মধ্যে স্টলগুলি থাকায় তা  সরানোর দাবি উঠেছে মাত্র। এর সঙ্গে আমিষ কিংবা নিরামিষ খাবারের যোগ নেই।" তিনি আরও বলেন, "রাস্তার খাবার বিক্রেতারা যারা অস্বাস্থ্যকর খাবার বিক্রি করবে বা রাস্তায় গাড়ি চলাচলে বাধা দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের একমাত্র উদ্বেগ হল খাবারের গাড়ি থেকে বিক্রি হওয়া খাবার যেন অস্বাস্থ্যকর না হয়।"

ভূপেন্দ্র প্যাটেলের কথায়, ওই খাবারের স্টলগুলি রাস্তায় যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করেছিল। ফলে তা সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয় পুরসভা। মুখ্যমন্ত্রী বলেন, "স্থানীয় মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন খাবারের গাড়ি সরানোর সিদ্ধান্ত নেয়। সেগুলি যদি শহরের রাস্তায় যান চলাচলে বাধা দেয় তবে নিয়ম অনুসারে পুরসভা তা করতে পারে।"                  

এদিকে, বদোদরা, রাজকোট এবং দ্বারকার মতো আরও বেশ কয়েকটি শহররেও পাবলিক প্লেস থেকে আমিষ খাবারের গাড়িগুলি সরানোর দাবি উঠেছে।