পঞ্চকুল্লা: ম্যানেজার রণজিৎ সিংহ হত্যাকাণ্ডের ঘটনায় ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংহ সহ পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড হল। আজ বিশেষ সিবিআই আদালত এই সাজা ঘোষণা করল।


২০০২-এর ১০ জুলাই খুন হন রণজিৎ সিংহ। তিনি ডেরা সচ্চা সৌদার অনুগামী ছিলেন। কিন্তু পরবর্তীকালে রাম রহিমের বিরুদ্ধে মহিলাদের উপর যৌন নির্যাতনের অভিযোগ করে ছড়িয়ে দেওয়া বেনামী চিঠির পিছনে রণজিতের হাত ছিল বলে সন্দেহ করা হয়। সেই কারণেই তাঁকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ। সিবিআই-এর পেশ করা চার্জশিটেও উল্লেখ করা হয়েছে, ডেরা প্রধানের সন্দেহ ছিল, বেনামী চিঠি ছড়িয়ে দেওয়ার পিছনে ছিলেন রণজিৎই। সেই কারণেই তাঁকে খুনের চক্রান্ত করা হয়। সেই ঘটনার ১৯ বছরেরও বেশি সময় পর আজ সাজা ঘোষণা করল আদালত। 


যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও রাম রহিমের ৩১ লক্ষ টাকা জরিমানা ঘোষণা করেছে আদালত। বাকি সাজাপ্রাপ্তদের ৫০ হাজার টাকা করে জরিমানা হয়েছে।


এর আগে পঞ্চকুল্লার বিশেষ সিবিআই আদালত রঞ্জিৎ সিংহ হত্যা মামলায় গুরমিত রাম রহিম সিংহ সহ পাঁচ অভিযুক্তকে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুন সহ বিভিন্ন ধারায় দোষী সাব্যস্ত করে। এরপর আজ শুধু সাজা ঘোষণার অপেক্ষা ছিল। আজ সেই সাজা ঘোষণা করা হল।


রণজিৎ সিংহের ছেলে জগশির সিংহ এই মামলা পঞ্জাব, হরিয়ানা বা চণ্ডীগড়ের কোনও সিবিআই আদালতে সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছিলেন। কিন্তু সেই আর্জি খারিজ করে দেয় পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। শেষপর্যন্ত অবশ্য রাম রহিমের সাজা হল।


রাম রহিমের বিরুদ্ধে খুন, মহিলাদের উপর যৌন নির্যাতন সহ ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়। ২০১৫ সালে রাম রহিমের বিরুদ্ধে শিখদের ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহিবের অবমাননার অভিযোগে মামলা দায়ের হয়। গত মাসে শোনা যায়, সেই মামলায় রাম রহিমকে ক্লিনচিট দেওয়া হচ্ছে। তবে পঞ্জাব পুলিশের পক্ষ থেকে সেই খবর অস্বীকার করা হয়।