শাহজাহানপুর: উত্তরপ্রদেশে আদালত চত্বরেই আইনজীবীকে গুলি করে খুন। এমনই ভয়াবহ খবর সামনে এসেছে উত্তরপ্রদেশের শাহজাহানপুর আদালত চত্বর থেকে। সেখানে প্রকাশ্যে দিনের আলোয় ভূপেন্দ্র প্রতাপ সিংহ নামে ওই আইনজীবীকে গুলি করে খুন করা হয়েছে। আদালতের চার তলায় এই নৃশংস হত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহতের দেহের কাছেই একটি দেশি পিস্তল বাজেয়াপ্ত করা হয়েছে। 


মৃত আইনজীবীর নাম ভূপেন্দ্র প্রতাপ সিংহ বলে জানা গেছে। গুলির আওয়াজে আদালতে উপস্থিত লোকজনের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়। তাঁরা দিশেহারা হয়ে ছোটাছুটি শুরু করেন। ঘটনার পর এসে পৌঁছয় বিশাল সংখ্যক পুলিশ বাহিনী।  পুলিশ বাহিনী এখন ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। এই ঘটনায় আদালতের আইনজীবীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। শাহজাহানপুর পুলিশ সূত্রে জানা গিয়েছে, পদস্থ পুলিশ আধিকারিক ও বাহিনী ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।


প্রাথমিকভাবে জানা গেছে, ওই আইনজীবী কোনও একজনের সঙ্গে কথা বলছেন। আচমকাই গুলির প্রচণ্ড শব্দ হয়। মাটিতে লুটিয়ে পড়েন তিনি।


গুলির আওয়াজ পেয়ে সেখানে উপস্থিত আইনজীবী ছুটে ঘটনাস্থলে আসেন। কিন্তু ততক্ষণে অভিযুক্ত চম্পট দেয়।  হাতিয়ার ফেলেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আততায়ী। 
বেলা ১২ টা নাগাদ এই ঘটনা ঘটে বলে জানা গেছে। অভিযুক্ত দুষ্কৃতীকে আদালতের চার তলায় এসিজেএমের অফিসে উঠে আসে এবং পিস্তল থেকে গুলি ছুঁড়ে আইনজীবীকে খুন করে। ওই সময় অফিসে কেউ ছিল না বলে জানা গেছে।  দিনেদুপুরে এভাবে হত্যার ঘটনায় আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সমগ্র আদালত চত্বরেই বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়। ঘটনায় ক্ষুব্ধ আইনজীবীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ মৃত আইনজীবীর দেহ উদ্ধার করেছে।


উল্লেখ্য, এর আগে দিল্লিতেও এ ধরনের হিংসার ঘটনা ঘটেছিল। গত ২৪ সেপ্টেম্বর দুই আততায়ী গ্যাংস্টার জিতেন্দ্র মান ওরফে গোগিকে খুন করেছিল রোহিনি জেলা কোর্ট রুমেই।