গুয়াহাটি: অসমে জঙ্গি হামলার পরিকল্পনা করেছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই ও জঙ্গি সংগঠন আল কায়দা। এই মর্মে উত্তর-পূর্বের রাজ্যে সতর্কতা জারি করেছে অসম পুলিশ।


নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৈরি হওয়া ওই নির্দেশিকা গুয়াহাটি পুলিশ কমিশনার এবং সবকটি জেলা পুলিশ সুপারদের কাছে পৌঁছে গিয়েছে শনিবারই। সেখানে, পুলিশের পদস্থ কর্তাদের বলা হয়েছে সতর্ক থাকতে এবং সব ধরনের প্রয়োজনীয় সাবধানতা ও সতর্কতামূলক পন্থা অবলম্বন করতে।


গতমাসে দারং জেলার ঢালপুরে একটি উচ্ছেদ অভিযানকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ২ জন মারা যান। এছাড়া, ১১ জন পুলিশকর্মী সহ ২০ জন আহত হয়েছিলেন। 


আরও পড়ুন: উৎসবের মরশুমে দিল্লিতে জঙ্গি হানার আশঙ্কা, হাই অ্যালার্ট জারি


সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, ওই ঘটনার বদলা নিতে পরিকল্পনা করছে আইএসআই ও আল কায়দা। জারি হওয়া সার্কুলারে বলা হয়েছে, রাষ্ট্রীয় স্বয়মসেবক সঙ্ঘ (আরএসএস)-এর ক্যাডার সহ কয়েকজন ব্যক্তি এবং সামরিক প্রতিষ্ঠানে হামলা চালানো হতে পারে। 


পাশাপাশি, দেশের অন্যান্য প্রান্তেও হামলা চালানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। বলা হয়েছে, জনবহুল স্থান, গণপরিবহন, ধর্মীয় স্থলে বোমা বা আইইডি বিস্ফোরণ ঘটানোর চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা।


অসমের সাম্প্রতিক ঘটনা নিয়ে সোশ্য়াল মিডিয়ায় সবর হয়েছে অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। সেখানে তারা অসমে বসবাসকারী মুসলিমদের ওপর ঘটা অত্যাচারের নিন্দা করেছে। 


আরও পড়ুন: মুম্বইয়ে ট্রেনে গ্যাস অ্যাটাক বা যাত্রীদের ওপর হামলা চালাতে পারে জঙ্গিরা, জারি সতর্কবার্তা


সরকারি নির্দেশিকায় এই বিষয়টির উল্লেখ করে কোনও প্রকার অনভিপ্রেত ঘটনা যাতে না ঘটে, তার জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। 


পাশাপাশি, অসম পুলিশের হাতে একটি ভিডিও বার্তাও এসেছে। দাবি, ওই ভিডিওটি প্রকাশ করেছে আল কায়দা। সেখানে জম্মু-কাশ্মীর ও অসমে 'জেহাদ'-এর ডাক দেওয়া হয়েছে বলে দাবি করেছে অসম পুলিশ।


এই প্রেক্ষিতে, রাজ্যজুড়ে, সতর্কতা জারি করা হয়েছে। যে কোনও ধরনের নাশকতামূলক কার্যকলাপকে রোধ করতে বদ্ধপরিকর অসম পুলিশ।