গুরুগ্রাম: হরিয়ানার গুরুগ্রামে বিলাসবহুল আবাসনের ছাদের একাংশ ভেঙে বিপত্তি। তার নীচে চাপা পড়ে এখনও পর্যন্ত আবাসনের দুই বাসিন্দার মৃত্যুর খবর মিলেছে। এখনও ধ্বংসস্তূপের নীচে অনেকে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ এবং দমকল আধিকারিকর মিলে উদ্ধারকার্য চালাচ্ছেন।
বৃহস্পতিবার রাতে গুরুগ্রামের ১০৯ নম্বর সেক্টরে অবস্থিত শিনটেলস প্যারাডিসো হাইজিং কমপ্লেক্সের ঘটনা। এ দিন রাতে বিলাসবহুল ওই আবাসনের ‘ডি’ ব্লকের ছ’তলার ছাদের একাংশ ভেঙে পড়ে আচমকাই।
খবর পেয়ে তড়িঘড়ি ওই আবাসনে ছুটে যান জাতীয় বিপর্যয় মোকাবিলা (National Disaster Response Force/NDRF) এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। গুরুগ্রাম পুলিশের একটি দলও পৌঁছয় সেখানে। নীচে থেকে মই দিয়ে উপরে উঠে ধ্বংস্তূপের নীচে চাপা পড়ে থাকা বাসিন্দাদের বার করে আনার কাজ চলছে সেখানে। আনা হয়েছে বুলডোজারও।
ওই আবাসনের বাসিন্দা কৌশল কুমার সংবাদমাধ্যমে বলেন, ‘‘ছ’তলা থেকে এক তলা পর্যন্ত ড্রয়িং রুম এলাকার ছাদই ভেঙে পড়ে। এখনও আস্তে আস্তে চাঙড় ভেঙে পড়ছে।’’
কী কারণে এমন বিপত্তি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার সকলকে নিরাপদে বার করে আনার প্রার্থনা করেছেন। টুইটারে তিনি লেখেন, ‘সরকারি আধিকারিক, রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকার্যে ব্য়স্ত রয়েছে। ব্যক্তিগত ভাবে আমি পরিস্থিতির দিকে নজর রেখেছি। সকলের নিরাপত্তা কামনা করছি।’