নয়াদিল্লি: আদালতের নির্দেশে জ্ঞানবাপী মসজিদে (Gyanvapi mosque) সমীক্ষা করেছে প্রতিনিধি দল। তখনই একটি সূত্র থেকে দাবি করা হয়েছে, মসজিদের ভিতরে শিবলিঙ্গ মিলেছে। আরও একটি সূত্রে দাবি করা হয়েছিল মসজিদ চত্বরে মূর্তি মিলেছে। এবার সামনে এল জ্ঞানবাপী মসজিদের ভিতরে করা সমীক্ষার ভিডিও ফুটেজ। সেখানে নাকি মসজিদ চত্বরের দেওয়ালে ত্রিশূলের (Trishul) মতো কোনও চিহ্ন খোদাই করা দেখা গিয়েছে। যদিও এবিপি আনন্দ ভিডিও সত্যতা যাচাই করেনি।   


পাঁচ জন মহিলা আদালতের কাছে আবেদন করেছিলেন জ্ঞানবাপী মসজিদের পশ্চিম দিকে দেওয়ালের কাছে পুজো করার জন্য়। তারপরেই মসজিদ চত্বরে ভিডিওগ্রাফি করে সমীক্ষার নির্দেশ দেয় আদালত। অভিযোগ ছিল, কাশী বিশ্বনাথ মন্দিরের একটি অংশ ভেঙে সেখানে মসজিদ করা হয়েছিল। তা নিয়ে দেশজুড়ে বিপুল তরজা শুরু হয়। জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। দেশের শীর্ষ আদালত বিষয়টি বারাণসী আদালতেই ফেরত পাঠিয়েছে কিছুদিন আগে। এবার সামনে এল ভিডিও-দাবি।






বহু পুরনো মামলা:
১৯৯১ সালে এই জ্ঞানবাপী মসজিদ নিয়ে একটি মামলা হয় বারাণসী আদালতে। সেখানে দাবি করা হয়েছিল ঔরঙ্গজেবের নির্দেশে কাশী বিশ্বনাথ মন্দিরের একটি অংশ ভেঙে এই মসজিদ তৈরি করা হয়। জ্ঞানবাপী মসজিদ চত্বরে পুজোর অনুমতি চেয়ে মামলা করা হয়েছিল। মামলকারীর তরফে ASI সমীক্ষার দাবি করা হয়েছিল। কিন্তু ২০১৯ সালে এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে তার উপর স্থগিতাদেশ জারি হয়েছিল। 


তারপরে এবার ওই মসজিদ চত্বরে শ্রীঙ্গার গৌরির পুজোপাঠের দাবি করে আদালতে মামলা দায়ের করেছেন পাঁচ মহিলা। তা নিয়েই এখন চলছে তরজা। 


আরও পড়ুন: হাওয়ালা কেলেঙ্কারিতে গ্রেফতার কেজরিওয়াল-সরকারের স্বাস্থ্যমন্ত্রী