চণ্ডীগড় : দেশজুড়ে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার আগে সব রেকর্ড ভেঙে দেশে সংক্রমিতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে দুই লক্ষ। এই অবস্থায় করোনার সংক্রমণ আশঙ্কায় পড়ুয়াদের কথা ভেবে দশম শ্রেণির বোর্ডের পরীক্ষা বাতিল করল হরিয়ানা সরকার। স্থগিত রাখা হয়েছে দ্বাদশের পরীক্ষা। আপাতত করোনা পরিস্থিতি ওপর নজর রাখা হচ্ছে বলেই জানিয়েছে বোর্ড।


দেশের করোনা সংক্রমণের ঢেউ থাবা বাসিয়ে প্রায় সব রাজ্যে। বেগতিক দেখে এবার রাজ্যের দশম শ্রেণির বোর্ডের পরীক্ষা বাতিল করল হরিয়ানা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। ইতিমধ্যেই দশম শ্রেণির বোর্ডের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছিল হরিয়ানা সরকার। আগামী ২২ এপ্রিল থেকে ১৫ মে ছিল পরীক্ষার দিন। দ্বাদশ শ্রেণির পরীক্ষার সূচি ছিল এপ্রিল ২০ থেকে মে ১৭ পর্যন্ত। সেকেন্ডারি ও সিনিয়ার সেকেন্ডারির অ্যাডমিট কার্ড পর্যন্ত দেওয়া হয়ে গিয়েছিল।

বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হরিয়ানার তরফে জানানো হয়েছে, রাজ্যে কোভিড গ্রাফ ঊর্ধমুখী। এই পরিস্থিতিতে নতুন করে সংক্রমণের ঝুঁকি নিতে চান না তারা। বাতিল হতে পারে দ্বাদশের পরীক্ষাও। তবে এখনই এ নিয়ে কোন সিদ্ধান্ত নিচ্ছেন না তারা। রাজ্যে করোনা গ্রাফের ওপর নজর রয়েছে তাদের। পরবর্তীকালে দ্বাদশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


কোভিডের কথা মাথায় রেখে বুধবারই দশম শ্রেণির পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন(সিবিএসই)। পিছিয়ে দেওয়া হয় দ্বাদশের পরীক্ষা। এরপরই একে একে মধ্যপ্রদেশ, রাজস্থান, হিমাচল প্রদেশ, মহারাষ্ট্রও সেই একই পথে হাঁটে। রাজ্যের সংশ্লিষ্ট বোর্ডের পরীক্ষা স্থগিত করে দেয় তারা।


তবে এই পথে এখনও হাঁটেনি কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও মেঘালয়। নিজেদের বোর্ডের পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। যার মধ্যে মেঘালয় দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা চালিয়ে গেলেও এখনও দশমের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। রাজ্য়ের তরফে জানানো হয়েছে, মেঘালয়ের করোনা পরিস্থিতির ওপর নজর রাখছেন তারা। আগামী দিনে সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে সেন্ট্রাল বোর্ডের তরফে বলা হয়েছে, সিবিএসই দশম শ্রেণির পড়ুয়াদের 'ইন্টারনাল অ্যাসেসমেন্ট'-এর ভিত্তিতে প্রমোশন দেবে। কেউ 'ইন্টারনাল অ্যাসেসমেন্ট'-এর নম্বরে খুশি না হলে ফের পরীক্ষায় বসতে পারে। তবে কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলেই নেওয়া হবে পরীক্ষা।


Education Loan Information:

Calculate Education Loan EMI