নয়া দিল্লি : কৃষকদের প্রতিবাদ আন্দোলনস্থল থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শোরগোল ছড়াল। সোনিপতের কুন্দলি এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার হয়। ঘটনার ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে, একটি ব্যারিকেডের সঙ্গে অঙ্গ-প্রত্যঙ্গ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় একটি দেহ ঝুলছে। 


হরিয়ানা পুলিশ সূত্রের খবর, লখবীর সিংহ নামে এক যুবকের দেহ সেটি। আনুমানিক ৩৫ থেকে ৩৬ বছর বয়স তাঁর। তার্ন তরন জেলার চিমা খুর্দ গ্রামের শ্রমিক ছিলেন তিনি। তফসিলি জাতিভুক্ত। তবে, এই ঘটনায় কে বা কারা জড়িত তা এখনও জানা যায়নি। অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে একটি এফআইআর রুজু হয়েছে। 


সংবাদ সংস্থা এএনআই-কে ডিএসপি হংসরাজ জানিয়েছেন, আজ সকাল ৫টা নাগাদ, একটি ঝুলন্ত দেহ উদ্ধার হয়। যার হাত-পা কাটা ছিল। সোনিপতের কুন্দলি এলাকায় যেখানে কৃষকদের আন্দোলন চলছে সেখান থেকে দেহটি উদ্ধার হয়। এখনও পর্যন্ত এই ঘটনায় দোষী কে তা জানা যায়নি। এফআইআর রুজু হয়েছে। ভাইরাল ভিডিও তদন্তসাপেক্ষ।


আরও পড়ুন ; রাস্তায় পোঁতা পেরেক, বোল্ডার, ব্যারিকেট, কংক্রিটের বাধা! সিঙ্ঘু সীমানা যেন দুর্গ!


তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান এক পুলিশ ইন্সপেক্টর। সেখানে গিয়ে তিনি দেখেন, মৃতদেহের শুধুমাত্র অন্তর্বাস রয়েছে। হাত-পা কাটা। তাঁকে একটি পুলিশ ব্যারিকেডে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। সেখানে যাঁরা ছিলেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু, কিছু পাওয়া যায়নি। তদন্ত চলছে। 


এদিকে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, এই হত্যায় জড়িত একটি গোষ্ঠী । হরিয়ানার সোনিপত জেলার কুন্দলি এলাকায় ঘটনাটি ঘটে। অভিযোগ, গুরু গ্রন্থ সাহিবের অপমান করায় ওই যুবককে পিটিয়ে খুন করা হয়। পরে তাঁর মৃতদেহ পুলিশ ব্যারিকেডে ঝুলিয়ে দেওয়া হয়। কব্জি কেটে ফেলা হয়। ওই ব্যক্তির রাজনৈতিক যোগ ছিল বলে অভিযোগ। যদিও এই ঘটনায় এখনই কোনও মন্তব্য করা হয়নি পুলিশের তরফে।