সিমলা: কানফাটা আওয়াজ। প্রবল বেগে ঘোলাটে জলরাশির স্রোত নেমে আসছে পাহাড়ি ঢাল বেয়ে। কোথাও কোথাও রাস্তার উপর দিয়ে বইছে জলের স্রোত। এমনই ভয়াবহ ঘটনার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। ঘটনাস্থল হিমাচল প্রদেশ (Himachal Pradesh)।
কদিন আগেই মেঘভাঙা বৃষ্টির কারণে প্রায় ধূলিসাৎ হয়ে গিয়েছিল অমরনাথ (Amarnath)। সেই সময় অমরনাথ যাত্রা চলছিল। ওই প্রাকৃতিক দুর্যোগে প্রাণ গিয়েছিল বেশ কয়েকজন পুণ্যার্থীর। ঠিক একই রকম ঘটনা ঘটল হিমাচল প্রদেশের চাম্বা এলাকায়। মেঘভাঙা এবং সেই কারণে প্রবল বৃষ্টি পাহাড়ি রাজ্যের চাম্বায় (Chamba)। সেই কারণেই হড়পা বানের ঘটনা ঘটেছে হিমাচল প্রদেশে।
একাধিক ক্ষয়ক্ষতি:
বেশ কিছুদিন আগেই হিমাচল প্রদেশেই মেঘভাঙা (Cloudburst) বৃষ্টির ঘটনা ঘটেছিল। চাম্বা জেলার ওই ঘটনায় একজনের মৃত্যু হয়েছিল। জখম হয়েছিলেন বেশ কয়েকজন। একাধিক বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছিল। ফের এবার একই ঘটনা। এবারও চাম্বা জেলা। এদিনের ঘটনায় একাধিক জায়গায় গাড়ি চলাচলে সমস্যা হয়েছে। এর আগে দুজন স্থানীয় ব্যক্তি ধসের (Landslide) নীচে চাপা পড়ে গিয়েছেন বলে শোনা গিয়েছিল। কুল্লু (Kullu) জেলায় একটি ধসের কারণে এমনটা হয়েছিল বলে শোনা গিয়েছে। একাধিক দোকান ও গাড়ি ভেসে গিয়েছে বলে সূত্রের খবর। হিমাচল প্রদেশের বিপর্যর মোকাবিলা দফতরের তরফে বলা হয়েছে ধসের কারণে যে দুজন মারা গিয়েছেন তাঁদের দুজনই মহিলা। একজনের বয়স পঞ্চাশের উপরে, অন্যজন তরুণী।
সিমলাতেও (Shimla) চলছে প্রবল বৃষ্টি। প্রবল গতির বৃষ্টিতে নাজেহাল জনজীবন। বৃষ্টির বেগ বাড়তে থাকায় প্রমাদ গুনছেন অনেকে। মান্ডি (Mandi) জেলায় ধসের কারণে মান্ডি-কুল্লু জাতীয় সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় সকালে।
আগেও হড়পা বান:
এর আগে জুলাই মাসেও হিমাচল প্রদেশে (Himachal Pradesh) হড়পা বান হয়েছিল।পার্বতী নদীর একটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছিল। মনিকরণে মেঘভাঙার ঘটনায় সেবার হড়পা বান ঘটেছিল। ওই ঘটনাতে কুল্লুতেও (Kullu) প্রভাব পড়েছিল।
আরও পড়ুন: আগাগোড়াই মমতার স্নেহধন্য, পদ নয়, ‘দিদি’র সৈনিক হয়ে থাকতে চেয়েছিলেন কেষ্ট