হায়দরাবাদ : দর্জি স্বামী কেন পছন্দ মতো ব্লাউজ সেলাই করে দেননি । এই নিয়ে স্বামী-স্ত্রীর তুঙ্গে বিবাদ ! তারপর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটার অভিযোগ পাওয়া গিয়েছে হায়দরাবাদ থেকে।
সূত্রের খবর, মহিলার বয়স ৩৬। তাঁর স্বামী, পেশায় দর্জি। জানা গিয়েছে, বউয়ের আবদার ছিল তাঁর পছন্দমতো ব্লাউজের ডিজাইন অনুসারে সেলাই করে দিতে হবে। তা নাকি দেননি স্বামী। তার পরেই শুরু হয় বাগবিতণ্ডা। এরপরই নাকি রাগ করে দোর দেন ওই মহিলা। তারপর তাঁর আর কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। শনিবার রাতের ঘটনা। এরপরই নাকি ওই মহিলাকে ঝুলন্ত অবস্থায় ঘর থেকে উদ্ধার করা হয়।
আরও পড়ুন :
'শোভনবাবু চলে যাওয়ার পর সবটাই আমার কাঁধে', প্রচারে নেমে প্রত্যয়ী রত্না
পুলিশ সূত্রে খবর, দর্জি স্বামী নাকি মহিলার পছন্দ মতো ব্লাউজের ডিজাইন সেলাই করে দিতে পারেননি। তা নিয়ে ঝগড়া বাঁধে। এরপর এমন একটা জায়গায় নাকি কথা-কাটাকাটি পৌঁছায়, যাতে ওই মহিলা যথেষ্ট আঘাত পান। এবং চরম সিদ্ধান্ত নেন। পুলিশ তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে।
সামান্য ব্লাউজের জন্যই কি এতবড় সিদ্ধান্ত, প্রশ্ন উঠছে। তদন্ত শুরু করেছে পুলিশ। কী এমন ঘটনা ঘটল যাতে করে আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিতে হল স্ত্রীকে ? প্রশ্নটা থেকেই যাচ্ছে। স্বামী পেশায় দর্জি। তাঁর সঙ্গে শুধু কি জামা তৈরি নিয়েই বিবাদ ? নাকি এর পিছনে অন্যকিছু , তদন্ত চলছে। ওই মহিলার কোনও সুইসাইড নোট না থাকায় নানাকতম সন্দেহ স্থানীয়দের মনে জোরদার হয়। তবে পুলিশের সন্দেহ, 'ব্লাউজের ডিজাইন নিয়ে অশান্তি। তার জেরেই রাগে দরজা দেন স্ত্রী। তারপরই আত্মহত্যার সিদ্ধান্ত। '
আরও পড়ুন :
জানেন বিবাহ-প্রাসাদের প্রতিটি স্যুটের ভাড়া কত? আরও চমক বিয়ে জুড়ে