কলকাতা: গোয়ার ফলাফল নিয়ে ট্যুইট তৃণমূলের। নিজেদের ট্যুইট বার্তায় তৃণমূলের তরফে থেকে জানানো হয়েছে, ''গোয়ার জনমত মাথা পেতে নিচ্ছি। গোয়ার মানুষের বিশ্বাস ও ভালবাসা অর্জনে আমরা আরও কঠোর পরিশ্রম করব। আমরা এখানে থাকব, গোয়ার মানুষের সেবা করে যাব।''


এর আগে বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে গোয়ায় তৃণমূল কংগ্রেসের প্রচারে গিয়েছিলেন। সেখানে দলের হয়ে প্রচারই ছিল লক্ষ্য। সেখান রাজ্যস্তরের তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন মমতা। 


‘দুয়ারে সরকার’ থেকে শুরু করে ‘লক্ষ্মীর ভাণ্ডার’, গত বিধানসভা ভোটে এই সব প্রকল্পগুলিই ডিভিডেন্ট দিয়েছে তৃণমূলকে। এবার বাংলার ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের আদলে গোয়ায় ‘গৃহলক্ষ্মী কার্ড’ প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল। বাংলায় ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে ২৫ থেকে ৬০ বছরের মহিলারা মাসে ৫০০ টাকা করে পেয়ে থাকেন। তফশিলি জাতি এবং তফশিলি উপজাতি হলে মাসে মেলে ১ হাজার টাকা। কিন্তু গোয়ায় ক্ষমতায় এলে ‘গৃহলক্ষ্মী’ প্রকল্পে প্রত্যেক গৃহকর্ত্রীকে মাসে ৫ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতোই এক্ষেত্রেও টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। 


যদিও কোনও প্রতিশ্রুতিই কাজে আসেনি। গোয়ায় সংখ্যা গরিষ্ঠতা না পেলেও বৃহত্তম দল বিজেপি। ৪০ আসনের গোয়ায় বিজেপির দখলে ২০টি। কংগ্রেসের- ১২, তৃণমূল জোট- ২, আপ- ২। গোয়ায় সরকার গঠনের পথে বিজেপি। সূত্রের খবর, ১৪ মার্চ শপথ নিতে পারেন মুখ্যমন্ত্রী। বিজেপিকে সমর্থনের ঘোষণা জয়ী নির্দল প্রার্থীর
বিজেপিকে সমর্থনের ঘোষণা বিচোলিমের জয়ী নির্দল প্রার্থী চন্দ্রকান্ত শেটিয়ের। এমজিপি-কে নিয়েই ক্ষমতায় আসবে বিজেপি, দাবি প্রমোদ সাওয়ন্তের