লখনউ: উত্তরপ্রদেশে গেরুয়া ঝড়। গেরুয়া শিবিরের সেনাপতি যোগী আদিত্যনাথকে সামনে রেখেই বিপুল সাফল্য। গোরক্ষপুর সদর থেকে প্রতিদ্বন্দিতা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার রাত পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী গোরক্ষপুর সদর বিধানসভা ক্ষেত্রে যোগী আদিত্যনাথের প্রাপ্ত ভোট  ১ লক্ষ ৬৪ হাজারেরও বেশি। অনেক পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সমাজবাদী পার্টি। সপার প্রার্থীর প্রাপ্ত ভোট ষাট হাজার ছুয়েছে। রাজ্যজুড়ে গতবারের তুলনায় আসন বাড়লেও বহু পিছিয়ে সমাজবাদী পার্টি। ধরাশায়ী কংগ্রেস। 


বিজেপির উপর আস্থা রাখার জন্য উত্তরপ্রদেশ মানুষকে ধন্যবাদ জানিয়ে ট্যুইট করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন ট্যুইটে লেখেন, “উত্তরপ্রদেশে বিজেপির এই জয় গ্রামবাসী, সমাজের খেটে খাওয়া মানুষ, কৃষকদের জন্য এসেছে। দরিদ্রদের অটুট বিশ্বাসের জয়। যোগী আদিত্যনাথের দুর্নীতিমুক্ত, আতঙ্কমুক্ত প্রশাসনের উপর ভরসা রেখেছেন সাধারণ মানুষ। হৃদয়ের অন্তর থেকে উত্তরপ্রদেশের মানুষকে ধন্যবাদ জানাচ্ছি।''


এদিন যোগী আদিত্যনাথ বলেন, "প্রধানমন্ত্রীর নেতৃত্বে ৪ রাজ্যে সরকার গঠন করতে চলেছে বিজেপি। প্রধানমন্ত্রীর উন্নয়ন ও সুশাসনেই মানুষ ভরসা রেখেছে। উত্তরপ্রদেশের উপর গোটা দেশের নজর ছিল। ভোটগণনা নিয়ে যে কুৎসা চলছিল, আজ মানুষ তার জবাব দিয়েছেন। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ’। আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ, আমাদের পূর্ণ সমর্থন করার জন্য। জাতীয়বাদ, উন্নয়ন ও সুশাসনের প্রতি মানুষের আশীর্বাদেই এই বিপুল জয়। বিজেপির ডবল ইঞ্জিন সরকার গত ৫ বছরে উত্তরপ্রদেশে উন্নয়ন হয়েছে। গরিবের উন্নয়নে যে পদক্ষেপ করা হয়েছে মানুষ তারই প্রতিদান দিয়েছে।'' তাঁর কথায়, "করোনাকালে যে ভাবে মানুষের পাশে বিজেপি দাঁড়িয়েছে, এই জয় তারই পরিণাম। যখন আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়ছিলাম, তখন বিরোধীরা ষড়যন্ত্র করছিল। মানুষ বিরোধীদের ষড়যন্ত্রের জবাব দিয়ে মুখ বন্ধ করে দিয়েছে। মা-বোন-মহিলারা পাশে দাঁড়িয়েছেন বলেই বিজেপি ইতিহাস রচনা করতে চলেছে। নরেন্দ্র মোদির মতো নেতার জন্যই ইতিহাস রচনা করতে চলেছে বিজেপি। এই জয় আমাদের মানুষের কাছে আরও দায়বদ্ধ করে তুলবে।'' 


আরও পড়ুন: বুলডোজারে বিরোধীদের গুঁড়িয়ে উত্তরপ্রদেশের কুর্সিতে ফের যোগী আদিত্যনাথ