ভোপাল : শারীরিক অবস্থা "ওঠানামা" করছে ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহর। কিন্তু, ছেলে "যুদ্ধ" জয় করে ফিরবে । কারণ, সে একজন "যোদ্ধা", এমনই আশা প্রকাশ করলেন বরুণ সিংহ-র বাবা। 


তামিলনাড়ুতে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের বিমান দুর্ঘটনায় একমাত্র জীবিত ক্যাপ্টেন বরুণ সিংহ এখন চিকিৎসাধীন। বেঙ্গালুরুর কম্যান্ড হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। ক্যাপ্টেন বরুণ সিংহ-র বাবা কর্নেল(প্রাক্তন) কেপি সিংহ ভোপালে থাকেন। সংবাদ সংস্থা পিটিআই-কে তিনি ফোনে বলেন, ছেলের শারীরিক অবস্থা খুব ওঠানামা করছে। প্রতি ঘণ্টায় ওর অবস্থা মনিটর করে দেখা হচ্ছে। ঘণ্টায় ঘণ্টায় মনিটরিংয়ে ওর অবস্থা কখনও ভাল থাকছে, কখনও খারাপ। প্রত্যেকেই এনিয়ে আলোচনা করছেন। সবথেকে ভাল চিকিৎসকরা রয়েছেন।  


তিনি আরও বলেন, সবথেকে ভাল চিকিৎসা পরিষেবা, সবথেকে দক্ষরা ছেলের চিকিৎসা করছেন। গোটা দেশের প্রার্থনা ওর সঙ্গে রয়েছে। আমি ভীষণ আবেগতাড়িত হয়ে পড়েছি। কারণ, বহু মানুষ যাঁরা ওকে চেনেনও না বা অবসরপ্রাপ্ত বা কর্মরত, তাঁরা আসছেন। এমনকী মহিলারাও আসছেন। এসব ওঁদের ভালবাসা ও স্নেহের বহিঃপ্রকাশ। ছেলে নিশ্চয়ই জয়ী হবে। ও একজন যোদ্ধা। এই পরিস্থিতি থেকে ও অবশ্যাই বেরিয়ে আসবে।


আরও পড়ুন ; উন্নত চিকিৎসার জন্য গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহকে নিয়ে যাওয়া হল বেঙ্গালুরুতে


প্রসঙ্গত, কপ্টার দুর্ঘটনায় একমাত্র জীবিত ব্যক্তি গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহকে উন্নত চিকিৎসার জন্য ওয়েলিংটনের সেনা হাসপাতাল থেকে বেঙ্গালুরুর কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পর তাঁকে ওয়েলিংটনের সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা যায়, তাঁর তিনটি অস্ত্রোপচার হয়েছে।


উল্লেখ্য, এই দুর্ঘটনা প্রসঙ্গে সংসদে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ জানিয়েছেন, এনিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত করছেন এয়ার মার্শাল মানবেন্দ্র সিংহ। কী কারণে এভাবে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত সহ ১৩ জনের মৃত্যু হল, সেটা খতিয়ে দেখা হচ্ছে।