নয়াদিল্লি: ‘ভুয়ো’ এবং ‘দেশবিরোধী’ বিষয় দেখানোর অভিযোগে এ বার আটটি ইউটিউব চ্যানেল ব্লক করাল কেন্দ্রীয় সরকার (I&B Ministry Order)। এর মধ্যে সাতটি ভারতীয় চ্যানেল, একটি পাকিস্তানের। এ ছাড়াও, একটি ফেসবুক অ্যাাকউন্ট এবং ফেসবুকে লেখা দু’টি পোস্ট ব্লক করানো হয়েছে। তথ্যপ্রযুক্তি আইন ২০২১-এর আওতায় এমন পদক্ষেপ করা হয়েছে বলে বিবৃতি প্রকাশ করে জানিয়েছে কেন্দ্র। এই নিয়ে গতবছর ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত এই নিয়ে ১০২টি ইউটিউব চ্যানেল বন্ধ করাল কেন্দ্র (YouTube Channels Blocked)।


ফের একাধিক ইউটিউব চ্যানেল ব্লক করাল কেন্দ্র


যে আটটি ইউটিউব চ্যানেল ব্লক করানো হয়েছে, সেগুলিতে মূলত খবর দেখানো হত। এর মধ্যে অন্যতম হল— ‘সব কুছ দেখো’। ওই চ্যানেলের গ্রাহক সংখ্যা ১৯ লক্ষ ৪০ হাজার প্রায়। তাদের ভিডিও দেখেছেন ৩৩ কোটির বেশি মানুষ। তালিকায় রয়েছে ‘লোকতন্ত্র টিভি’ও। তাদের ফেসবুক অ্যাকাউন্টও ব্লক করানো হয়েছে। এ ছাড়াও ব্লক করানো হয়েছে ‘ইউ অ্যান্ড ভি টিভি’, ‘এএম রিজভি’, ‘গৌরবশালী পবন মিথিলাঞ্চল’, ‘সি টপ ফিফথ’ এবং ‘সরকারি আপডেট’ চ্যানেল। সব মিলিয়ে এদের গ্রাহক সংখ্যা ছিল ৮৬ লক্ষ। ভিডিও দেখেছেন ১১৪ কোটি মানুষ। 


পাকিস্তানের যে চ্যানেলটিকে ব্লক করা হয়েছে, তার নাম ‘নিউজ কি দুনিয়া’। তাদের গ্রাহক সংখ্যা ১ লক্ষ। ভারতে এবং পাকিস্তানে কত মানুষ তাদের ভিডিও দেখেছেন, তা যদিও প্রকাশ করেনি কেন্দ্র।


আরও পড়ুন: Indian Railways: ভারতীয় রেলে সফরের জন্য ৫ বছরের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে টিকিট কাটার নিয়মগুলি জেনে নিন


ইউটিউব চ্যানেল ব্লক করা নিয়ে কেন্দ্র যে বিবৃতি দিয়েছে, তাতে বলা হয়, ‘ভুয়ো তথ্য তুলে ধরে এই চ্যানেলগুলি ভারতে সাম্প্রদায়িক ঘৃণা ছড়াচ্ছিল। যেমন, ভারত সরকার কিছু ধর্মীয় নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে, ধর্মীয় উৎসব পালন নিষিদ্ধ করা হয়েছে, ভারতে ধর্ম নিয়ে যুদ্ধ শুরু হয়েছে। ভুয়ো এবং উত্তেজনামূলক থাম্বনেল বানিয়ে, খবরের চ্যানেলের প্রতীকীচিহ্ন এবং সঞ্চালকদের ছবি দিয়ে বিভ্রান্ত করা হয় দর্শকদের।‘ জম্মু-কাশ্মীরে সেনার আচরণও তাদের বিষয়বস্তু ছিল বলে জানানো হয়েছে। 


ইউটিউব চ্যানেল ব্লক করা নিয়ে কেন্দ্রের যুক্তি, ‘অনলাইন দুনিয়ায় যাতে অকৃত্রিম, বিশ্বাসযোগ্য এবং সাবধানী খবর পরিবেশিত হয়, তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। ভারতের অখণ্ডতা, সার্বভৌমিকতা, জাতীয় নিরাপত্তা, বৈদেশিক সম্পর্ক এবং শৃঙ্খলা লঙ্ঘিত হওয়া রুখতেই এমন সিদ্ধান্ত’। 


মূলত ইউটিউবের নিউজ চ্যানেলগুলিই ব্লক করা হয়েছে


এর আগে, এ বছরই এপ্রিল মাসে ১৬টি ইউটিউব চ্যানেল ব্লক করায় কেন্দ্র। তাদের ভিডিওয় ভারত সম্পর্কে ভুল তথ্য তুলে ধরা হচ্ছিল বলে সেই সময়ও দাবি করা হয়। সেবার ১০ ভারতীয় এবং ছ’টি পাকিস্তানি চ্য়ানেল ব্লক করানো হয়। ৬৮ কোটির বেশি মানুষ ওই চ্যানেলগুলির ভিডিও দেখেছিছেন।