নয়াদিল্লি: আইসিএসই দশমের ফলপ্রকাশ হল। রবিবার বেরোল ফল। সর্বভারতীয় মেধাতালিকায় যৌথভাবে প্রথম স্থানে ৪ জন, প্রাপ্ত নম্বর ৯৯.৮%। সর্বভারতীয় মেধাতালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে ৩৪ জন, প্রাপ্ত নম্বর ৯৯.৬%। প্রথম স্থানে যে চার জন রয়েছে, তাদের মধ্যে তিনজন ছাত্রী এবং একজন ছাত্র। 



রাজ্যের ফল:
আইসিএসই দশমে রাজ্যের মধ্যে যৌথভাবে প্রথম ৯ পড়ুয়া, প্রাপ্ত নম্বর ৯৯.৬%।


মোট কতজন পাস:
১ লক্ষ ২৫ হাজার ৬৩৫ জন ছাত্র পাস করেছে। ১ লক্ষ ৫ হাজার ৩৬৯ জন ছাত্রী পাস করেছে। ৪৩ জন ছাত্র এবং ১৬ জন ছাত্রী অকৃতকার্য হয়েছে। North region থেকে ৭৯ হাজার ৯১৮ জন পাস করেছে, East region থেকে ৭৩ হাজার ৩৭০ জন পাস করেছে। West Region থেকে ৩১ হাজার ২৬ জন পাস করেছে। South Region থেকে ৪৬ হাজার ৯২ জন পাস করেছে।   


৬১টি বিষয়ে লিখিত মূল্যায়ন হয়েছে এই পরীক্ষায়। যার মধ্যে ২০টি ভারতীয় ভাষা (Indian Language), ৯টি বিদেশি ভাষা (Foreign Language) এবং একটি ধ্রুপদী ভাষা। ১৭ জুলাই বিকেল পাঁচটায় প্রকাশিত হয়েছে আইসিএসই দশমের ফল।   


এক নজরে পাসের হার:



  • আইসিএসই দশমে মোট পাসের হার ৯৯.৯৭ শতাংশ।

  • পাসের হারের নিরিখে ছাত্রদের টেক্কা দিল ছাত্রীরা।

  • ছাত্রীদের পাসের হার ৯৯.৯৮% ছাত্রদের পাসের হার ৯৯.৯৭%


আইসিএসই-র সরকারি ওয়েবসাইট cisce.org বা results.cisce.org-তে ফল আপলোড করা হবে।


আরও পড়ুন: ইতিহাসের দোরগোড়ায় দ্রৌপদী, রাষ্ট্রপতি নির্বাচনঘিরে কৌতূহল বরাবরই, জেনে নিন কিছু অজানা তথ্য


Education Loan Information:

Calculate Education Loan EMI