আমদাবাদ: দুর্নীতি রুখতে মানুষের কাছে সরাসরি সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার কথা শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মুখে। তাঁর যুক্তি, সাধারণ মানুষের কাছে সরকারি সুবিধা সরাসরি পৌঁছালে দুর্নীতির প্রশ্ন উঠবে না। এ ব্যাপারে রাজ সরকারগুলিকে সাহায্য করছে কেন্দ্র। গুজরাতের রাজকোটের একটি জনসভায় এমনই মন্তব্য করলেন মোদি।


মোদিকে পাল্টা ডেরেকের


তাতে মোদিকে একহাত নিয়েছেন তৃণমূল (TMC) সাংসদ ডেরেক ও'ব্রায়েন (Derek O'Brien)। মোদির উদ্দেশে তাঁর প্রশ্ন, '২০২২-এর মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গৃহহীনদের বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনি। শহরাঞ্চলে ১ কোটি ২০ লক্ষ বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা নিলেও, সাত বছরে তার অর্ধেক হয়েছে। সপ্তাহান্তে আপনি নিজের রাজ্য সফরে ব্যস্ত থাকুন। কিন্তু আমাদের বলুন, ২০২২-এর প্রতিশ্রুতি কি ২০২৯-এ পূরণ হবে?'



আরও পড়ুন: PM Modi: ‘এমন কিছু করিনি, যাতে লজ্জায় মাথা ঝুঁকে যায়’, রাজকোটের র‍্যালি থেকে জানালেন মোদি


এ দিন প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে আয়ুষ্মান ভারত, একাধিক প্রকল্পের খতিয়ান তুলে ধরেন মোদি। বলেন, "এই আট বছরে ভুলবশতও এমন কিছু করিনি বা করতে দিইনি, যার জেরে দেশের নাগরিকদের মাথা নোয়াতে হয়েছে। এই আট বছরে আমরা গরিবের সেবা, সুশাসন আর গরিবকল্যাণকে সর্বোচ্চ মেনে সবকা সাথ, সবকা বিকাশ আর সবকা বিশ্বাস ও সবকা প্রয়াস। দেশের উন্নয়নকে নতুন গতি দিয়েছে।"



৩০ মে, সোমবার দ্বিতীয় মোদি সরকারের তৃতীয় বর্ষপূর্তি। সে দিন দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি নিয়েছে বিজেপি। তার আগে শনিবার কেন্দ্রের সরকার গরিব ও মধ্যবিত্তের জন্য নিরন্তর কাজ করে চলেছে বলে দাবি করলেন তিনি, যা নিয়ে তীব্র আক্রমণ করেছেন বিরোধীরা। মোদিকে রান্নার গ্যাস, পেট্রোল-ডিজেল থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি প্রসঙ্গ মোদিকে মনে করিয়ে দিয়েছেন তাঁরা। 


গুজরাতে ঢালাও দাবি মোদির


এ দিন দুর্নীতি থেকে স্বজনপোষণ, একাধিক ইস্যুতে ঘুরিয়ে বিরোধীদের খোঁচা দিতেও ছাড়েননি মোদি। একইসঙ্গে দাবি করেন, রাজ্য সরকারগুলিকেও যথা সম্ভব সাহায্য করেছে কেন্দ্র।