গুলমার্গ (জম্মু ও কাশ্মীর) : স্থানীয়দের সঙ্গে নিয়ে কাজ শুরু করেছিল সেনাবাহিনী। আর পরিণতির দিনে যেন একটুকরো ভারতের কোলাজ দেখল গুলমার্গ। কাশ্মীরের প্রখ্যাত এক শিব মন্দির সংস্কারের পর নতুন করে খোলা হল। আর সেই উদ্বোধন অনুষ্ঠানে সেনা ও স্থানীয়দের পাশাপাশি হাজির হলেন গুলমার্গের জামা মসজিদের ইমাম, গুরুদোয়ারা শিখ সন্ত ও ক্রিশ্চান পাদরি।


শ্বেতশুভ্র বরফের কোলে দেবাদিদেবের আবাস দীর্ঘদিনের। মন্দিরটির সঙ্গে পরিচয় রয়েছে গোটা ভারতবাসীরই। ১৯৭৪ সালে বলিউডের সিনেমা 'আপ কী কসম'র বহুল প্রচলিত গান 'জয় জয় শিবশঙ্কর' গানটির চিত্রায়ন হয়েছিল গুলমার্গের শিবমন্দিরটিতেই। ১৯১৫ সালে জম্মু ও কাশ্মীরের মহারাজ হরি সিংহের স্ত্রী তথা মহারাণী বাঈ সিসোদিয়া মন্দিরটিকে গড়ে তুলেছিলেন। কিন্তু সময়ের স্রোতে ক্রমশ ভঙ্গুর হয়ে গিয়েছিল কাঠামো। তাই স্থানীয়দের মন্দির সংস্কারের দাবির ভিত্তিতে এগিয়ে আসে সেনাবাহিনী। দীর্ঘদিন ধরেই মন্দিরটিতে কোনও সংস্কার না হওয়ায় তার সংস্কারে নেমে কার্যত ভোলবদলের রাস্তা ধরতে হয়। শেষমেশ যা সম্পূর্ণ হয়েছে।


একদিকে যেমন হিন্দুদের দেবতার আবাস সংস্কারের খুশিতে মুসলিম, শিখ, ক্রিশ্চান সকলেই জড়ো হয়ে ছোট্ট একটুকরো ভারতের কোলাজ তুলে ধরেছেন, তেমনই মন্দিরটি সংস্কার হওয়ার ফলে নতুন আশায় বুক বাঁধছেন স্থানীয়রা। গুলমার্গের স্থানীয়দের প্রত্যাশা, উদ্ধূত করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে নতুন রূপে মন্দিরটি দেখার টানে ফের প্রচুর পর্যটকদের ভিড় জমাবেন। তবে আপাতত তাঁরা তাদের পছন্দের মন্দিরটিকে ফের আগের হালে দেখতে পেয়ে দারুণ খুশি।


সেনাবাহিনীর পক্ষে মন্দির উদ্বোধনে হাজির থাকা ১৬১ রামপুর ব্রিগেডের কমান্ডার বিএস ফোগাট বলেছেন, 'শুধু ভারতীয়রাই নয়, প্রচুর সংখ্যায় বিদেশিরাও এই মন্দির দেখতে ছুটে আসেন। তাই স্থানীয়রা মন্দির সংস্কারের কথা জানান। স্থানীয় পুলিশ-প্রশাসনের সাহায্য নিয়ে তারপর আমরা কাজ শুরু করি।'


গুলমার্গের জামা মসজিদের ইমাম মৌলভি মহম্মদ ইয়াসিন বলেছেন, 'কাশ্মীরের সাম্প্রদায়িক ঐতিহ্য ও ভাতৃত্বের মেলবন্ধনের এক নিদর্শন বহন করে এই শিব মন্দিরটি। তাই আমাদের সবার কাছে আজ খুশির দিন।'