কুশীনগর: উত্তরপ্রদেশে বিয়েবাড়ির অনুষ্ঠানে প্রাণহানিতে বিপত্তি। কুয়োয় পড়ে মৃত্যু হল ১৩ জনের। মৃতদের মধ্যে রয়েছেন মহিলা। শিশুমৃত্যুর খবরও মিলেছে। মজে যাওয়া কুয়োর উপর কংক্রিটের চাঙড়ের উপর বসার জায়গা তৈরি করা হয়েছিল। ওই চাঙড় ভেঙেই সকলে কুয়োয় পড়ে যান বলে জানা গিয়েছে।


উত্তরপ্রদেশের পূর্ব অংশে কুশীনগর জেলার একটি গ্রামে এই ঘটনা ঘটেছে। বুধবার রাতে সেখানে বিয়েবাড়ির অনুষ্ঠানে রীতি মেনে গায়ে হলুদ চলছিল। সেখানে  ভিড় জমিয়েছিলেন মানুষ জন। অতিথিদের বসার জন্য মজে যাওয়া কুয়ো চাঙড়ে ঢেকে বসার জায়গা করা হয়েছিল। কিন্তু ওজন নিতে না পেরে কুয়োর মধ্যে সেটি ভেঙে পড়ে যায়। তাতেই বিপত্তি ঘটে।



পুলিশ জানিয়েছে, মোট ১৩ জনের মৃত্যু হয়েছে কুয়োয় পড়ে গিয়ে। দু’জন গুরুতর আহত হয়েছন। তাতেই মুহূর্তের মধ্যে বিয়ের অনুষ্ঠানে বিষাদের ছায়া নেমে আসে। নেটমাধ্যমে ছডিয়ে পড়া ভিডিয়োয় দেখা গিয়েছে, টর্চের আলো ফেলে, মই নামিয়ে উদ্ধারকার্য চলছে। স্থানীয় হাসপাতালে পীড়িত পরিজনদের আর্তনাদ করতে দেখা যায়।


আরও পড়ুন: SBI interest rates: স্থায়ী আমানতে সুদের হার বাড়াল SBI,দেখে নিন কত বাড়ল ইন্টারেস্ট


কুশীনগরের জেলাশাসক এস রাজালিঙ্গম সংবাদমাধ্যমে বলেন, “কুয়োয় পড়ে ১১ জনের মৃত্যু এবং দু’জনের আহত হওয়ার খবর পেয়েছি আমরা। বিয়ের অনুষ্ঠান চলাকালীন চাঙড় ভেঙে এই বিপত্তি ঘটে। ওজন নিতে না পেরে ভেঙে পড়ে সেটি।”


স্থানীয় প্রশাসনের তরফে মৃতদের পরিবারকে মাথাপিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পীড়িত পরিবারগুলিকে সবরকম ভাবে সাহায্য করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।