নয়াদিল্লি: দীপাবলির আগে দেশে উদ্বেগ বাড়াচ্ছে ঊর্ধ্বমুখী করোনা-গ্রাফ। দৈনিক মৃত্যু প্রায় ১০ শতাংশ বেড়ে ফের হাজারের কাছাকাছি। পরিসংখ্যান বলছে, গত দু’দিনে দৈনিক মৃত্যু বেড়েছে ৩৫ শতাংশের বেশি।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮০৫ জনের। 
একদিনে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৩৪৮।  


দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫৭ হাজার ১৯১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪২ লক্ষ ৪৬ হাজার ১৫৭।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৬১ হাজার ৩৩৪।  এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৬ লক্ষ ২৭ হাজার ৬৩২ জন।  একদিনে ১৩ হাজার ১৯৮ জন সুস্থ হয়েছেন।

 





এদিকে রাজ্যে ৯০০-র কোটায় দৈনিক করোনা সংক্রমণ। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৯৯০ জন। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫, ৯০, ০৩২ জন। ২৮ অক্টোবর রাজ্যে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৮,১০৯ জন। একদিনে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৯ দিনের। 


রাজ্যে ক্রমশ ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। কড়া পদক্ষেপ লেকটাউন থানার পুলিশের। কোভিড বিধিভঙ্গের অভিযোগে ২৫ জনকে গ্রেফতার করল পুলিশ। এর মধ্যে কয়েকজনকে বাস থেকে নামিয়ে গ্রেফতার করা হয়। বাসে যাতে মাস্ক ছাড়া কেউ না ওঠে সেই নির্দেশ দেওয়া হয় কনডাক্টরদের। অভিযান চালানো হয় লেকটাউন বাজারেও। বিনা মাস্কে কয়েকজন ক্রেতা-বিক্রেতা ও বাইক চালককে গ্রেফতার করা হয়।


রাজপুর-সোনারপুর এলাকায় করোনা সংক্রমণ রুখতে আজও তত্পর পুলিশ-প্রশাসন। চলল ধরপাকড়। কোভিড বিধিভঙ্গ করে দোকান খোলা ও বিনা মাস্কে বের হওয়ায় ১৫ জনকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ। এদিন গড়িয়া, বোড়াল-সহ রাজপুর-সোনারপুর পুরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। বিধিভঙ্গকারীদের বিরুদ্ধে মহামারী আইনে মামলা রুজু হয়েছে।