নয়াদিল্লি: দেশে করোনায় (Corona) দৈনিক মৃত্যু (Daily Death Toll) ও আক্রান্তের (Daily Case)সংখ্যা কমল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry Of Health & Family Welfare) রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৮৭ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ১৮৯। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৬২ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৮৭।





 


 


দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৯ হাজার ৬৮২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লক্ষ ৮৬ হাজার ৮০২। অন্যদিকে, দেশে ক্রমেই বাড়ছে ওমিক্রন-উদ্বেগ  (Omicron)। ১৭টি রাজ্যে ছড়িয়েছে করোনার বিপজ্জনক ভ্যারিয়েন্ট (Variant)। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ জন। এই নিয়ে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪২২। এদিকে ৩ জানুয়ারি থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ শুরু হবে। গতকাল, জাতির উদ্দেশে ভাষণে এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আরও বলেন, সতর্কতামূলক ডোজ পাবেন ষাটোর্ধ্ব স্বাস্থ্যকর্মী ও করোনাযোদ্ধারা। ১০ জানুয়ারি থেকে চিকিৎসকদের পরামর্শের ভিত্তিতে ষাটোর্ধ্বদের জন্য করোনার প্রিকশন ডোজ চালু হবে। 


রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department Corona Bulletin) শনিবারের বুলেটিন অনুযায়ী, সংক্রমণ ও মৃত্যুতে রাজ্যের মধ্যে শীর্ষে কলকাতা। ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ৫৫২ জন। আর এই সময়পর্বে মৃত্যু হয়েছে ৪ জনের। মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় রাজ্যে প্রাণ হারানো ৪ জনের মধ্যে ৩ জনই কলকাতার। পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে করোনা সংক্রমিতের সংখ্যা ১৯৭ জন।


আরও পড়ুন: Omicron India: ওমিক্রন-ঢেউয়ে কতটা বিপর্যস্ত হতে পারে ভারত? জানালেন প্রথম ওমিক্রন শনাক্তকারী চিকিৎসক