নয়াদিল্লি : দেশে করোনার তৃতীয় ঢেউ আপাতত সংক্রমণের সুনামি-র চেহারা নিয়েছে। ফের একদিনে আক্রান্তের সংখ্যা একলক্ষ ছাড়াল। গতকালের তুলনায় ২১ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৪১ হাজার ৯৮৬ জন দেশে করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ১৭ হাজার ১০০।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮৫ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩০২। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫৩ লক্ষ ৬৮ হাজার ৩৭২ জন। এখনও পর্যন্ত ৪ লক্ষ ৮৩ হাজার ৪৬৩ জনের মৃত্যু হয়েছে।
শনিবার পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭১। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৬৪ জন। মহারাষ্ট্রে সবথেকে বেশি ৮৭৬ জন আক্রান্ত। দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫১৩। প্রসঙ্গত, গতকাল দেশে মোট করোনা পরীক্ষা হয়েছিল ১৫ লক্ষ ২৯ হাজার ৯৪৮ টি স্যাম্পেল।
গত কয়েকদিন ধরেই দেশ থেকে রাজ্য, সর্বত্রই ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে একদিনে করোনা আক্রান্ত হয়েছিলেন ১৮ হাজার ২১৩ জন। যা বৃহস্পতিবারের থেকে ২ হাজার ৭৯২জন বেশি। গতকালের বুলেটিন অনুযায়ী, কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ৭ হাজার ৪৮৪ জন ,৭ জনের মৃত্যু হয়েছে। উঃ ২৪ পরগনায় একদিনে করোনা আক্রান্ত ৩ হাজার ১১৮ জনের, মৃত্যু হয়েছে ৩ জনের।
আরও পড়ুন- ওমিক্রনের জন্যেই রাজ্যের বেলাগাম করোনা, উদ্বেগ বাড়িয়ে প্রকাশিত রিপোর্ট