নয়াদিল্লি: দেশে করোনায় একলাফে দৈনিক সংক্রমণ অনেকটা কমলেও, কাঁটা দৈনিক মৃত্যুর সংখ্যাবৃদ্ধি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৩৮ জনের। একদিনে গোটা দেশে নতুন করে করোনায়  আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৫৯১। 


দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪২ হাজার ৬৫৫ জনের।  আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩২ লক্ষ ৩৬ হাজার ৯২১। সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৮৪ হাজার ৯২১। দেশে মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ২৪ লক্ষ ৯ হাজার ৩৪৫। দেশে একদিনে সুস্থ হয়েছেন ৩৪ হাজার ৮৪৮ জন।


এদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ের ক্ষত এখনও দগদগে। এরইমধ্যে, ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে থার্ড ওয়েভের আশঙ্কা। সম্প্রতি, প্রধানমন্ত্রীর দফতরকে সতর্ক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট রিপোর্টে বলা হয়েছে, অক্টোবরেই ভারতে শিখর ছুঁতে পারে করোনার তৃতীয় ঢেউ। আশঙ্কা, করোনার তৃতীয় ঢেউয়ে দৈনিক সংক্রমণ সর্বোচ্চ ৫ লক্ষ ছুঁতে পারে।


করোনার দ্বিতীয় ওয়েভের জন্য দায়ী ছিল কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্ট। ইতিমধ্যেই দেশে কোভিডের ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের হদিশ পাওয়া গেছে। এই নিয়ে রিপোর্টে কেন্দ্রকে সতর্ক করা হয়েছে। বিশ্বজুড়ে আতঙ্ক বাড়াচ্ছে করোনার এই নতুন স্ট্রেইন। 


এখনও দেশজুড়ে প্রাণ কাড়ছে করোনা। সব মিলিয়ে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা আরও বাড়ছে। এই প্রেক্ষাপটে, করোনার সিঙ্গল ডোজ ভ্যাকসিন, রাশিয়ার স্পুটনিক লাইটের পরীক্ষামূলক প্রয়োগের ছাড়পত্র দিল Drugs Controller General of India বা DCGI।  গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও শুরু হবে ট্রায়াল। অক্টোবরের প্রথম সপ্তাহে কলকাতার রুবি হাসপাতালে ট্রায়াল শুরু হবে। দেশজুড়ে ১৮ বছর ঊর্ধ্ব ১৭৯ জনের উপর প্রয়োগ করা হবে স্পুটনিক লাইট। রুবি হাসপাতালে ১৮ জনের উপর প্রয়োগ হবে। ভারতে স্পুটনিক লাইট উৎপাদন করার কথা ডক্টর রেড্ডিজের। তবে ট্রায়ালের তত্ত্বাবধানে থাকছে ক্লিনিমেড নামে একটি সংস্থা।