[mb][/mb]নয়াদিল্লি: গত কয়েকদিনের পর দেশে দৈনিক করোনাভাইরাস আক্রান্তর সংখ্যা কিছুটা কমল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তর সংখ্যা ২১,২৫৭। সবমিলিয়ে দেশে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা বর্তমানে ২ লক্ষ ৪০ হাজার ২২১। গত ২০৫ দিনে যা সবচেয়ে কম। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যানে এই তথ্য জানা গিয়েছে।
অ্যাক্টিভ আক্রান্তরের হার এখন মোট আক্রান্তর ১ শতাংশের কম, বর্তমানে এর হার ০.৭১ শতাংশ। গত বছরের মার্চের পর যা সবচেয়ে কম।অন্যদিকে, দেশে সুস্থতার হার বর্তমানে ৯৭.৯৬ শতাংশ, যা ২০২০-র মার্চের পর সবচেয়ে বেশি।
গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ২৪,৯৬৩। সবমিলিয়ে দেশে এখনও পর্যন্ত করোনা মোকাবিলা করে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৩২ লক্ষ ২৫ হাজার ২২১।
Coronavirus: নিয়ম না মানলে সুপার স্প্রেডার হতে পারে দুর্গাপুজো, সতর্ক করেছে ICMR
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৭১। গতকালের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট আক্রান্তর সংখ্যা ছিল ২২ হাজার ৪৩১। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা চার লক্ষ ৫০ হাজার ১২৭।
আইসিএমআর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনার ১৩ লক্ষ ৮৫ হাজার ৭০৬ নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত দেশে ৫৮,০০,৪৩,১৯০ নমুনা পরীক্ষা করা হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গতকাল দেশে ৫০ লক্ষ ১৭ হাজার ৭৫৩ করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। সবমিলিয়ে দেশে ৯৩ কোটি ১৭ লক্ষ ১৭ হাজার ১৯১ করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে।
কেরলে বৃহস্পতিবার দৈনিক আক্রান্তর সংখ্যা ছিল ১২,২৮৮। মৃতের সংখ্যা ১৪১। সবমিলিয়ে রাজ্যে করোনা আক্রান্তর মোট সংখ্যা ৪৭ লক্ষ ৬৩ হাজার ৭২২। মোট মৃতের সংখ্যা ২৫,৯৫২।