কলকাতা : ভিনরাজ্যের বাসিন্দা। অথচ করোনা আক্রান্ত। চারিদিকে বেডের হাহাকারের মধ্যে আরও বেশি সমস্যায় পড়ছেন এঁরা, যাঁরা স্থানীয় নন। ভিনরাজ্য থেকে এসেছেন চিকিত্সার জন্য । তাদের জন্য সুখবর। 

‘করোনা রোগী ভর্তির ক্ষেত্রে স্থানীয় পরিচয়পত্র বাধ্যতামূলক নয়। রোগীদের হয়রানি ঠেকাতে কেন্দ্রকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ‘স্থানীয় পরিচয়পত্র না থাকলেও রোগীদের ভর্তি নিতে হবে হাসপাতালে, রাজ্যগুলিকে এই বিষয়ে জরুরি পদক্ষেপ করার নির্দেশ দিক কেন্দ্র’, নির্দেশ শীর্ষ আদালতের। 

কেন্দ্রের ভ্যাকসিন-নীতি নিয়ে ফের প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় সরকার কেন ১০০% ভ্যাকসিন কিনে নিচ্ছে না? ভ্যাকসিনের একাংশ কিনে বাকিটা কেন নির্মাতা সংস্থার উপর ছাড়া হল? কোন রাজ্য কত ভ্যাকসিন পাবে তা টিকা নির্মাতাকারী সংস্থাকে ঠিক করতে দেওয়া যাবে না। রাজ্যগুলোর চাহিদার সমতা রক্ষা কীভাবে ঠিক করবে টিকা নির্মাতা সংস্থা? কোন রাজ্য আগে, কোন রাজ্য পরে ভ্যাকসিন পাবে, তা নির্ধারণের নীতি কী? ১৮-৪৫ বছর বয়সী মানুষের সংখ্যা ঠিক কত, জানাক কেন্দ্রীয় সরকার। যাঁরা নিরক্ষর, কো উইন অ্যাপ ব্যবহার করতে পারেন না, তাঁদের ভ্যাকসিনেশন কীভাবে হবে, প্রশ্ন সুপ্রিম কোর্টের। টিকা তৈরিতে বেসরকারি সংস্থাগুলি ইতিমধ্যেই বিনিয়োগ শুরু করেছে। টিকা তৈরিতে কেন্দ্র বিনিয়োগ করুক, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। টিকা নিয়ে কেন্দ্রীয় সরকারকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের। করোনা পরিস্থিতিতে কেউ সোশাল মিডিয়ায় হয়রানির কথা জানালে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না প্রশাসন। এক্ষেত্রে ব্যবস্থা নিলে তা আদালত অবমাননার সামিল বলে গণ্য হবে। জানাল সুপ্রিম কোর্ট। 


ভারতে ভয়ঙ্কর করোনা। দৈনিক সংক্রমণে বিশ্বে ফের সর্বকালীন রেকর্ড গড়ল ভারত। চারলক্ষের দোরগোড়ায় দৈনিক আক্রান্তের সংখ্যা। দৈনিক মৃত্যুর সংখ্যা সাড়ে ৩ হাজারের কাছাকাছি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৮৬ হাজার ৪৫২ জন। 
বৃহস্পতিবার একদিনে আক্রান্তের সংখ্যাটা ছিল ৩ লক্ষ ৭৯ হাজার ২৫৭।বুধবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষ ৬০ হাজার ৯৬০ জন। দেশে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৯৮ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩ হাজার ৬৪৫। বুধবার একদিনে মৃত্যু হয় ৩ হাজার ২৯৩ জনের। ভারতে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লক্ষ ৮ হাজার ৩৩০ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৭ লক্ষ ৬২ হাজার ৯৭৬। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩১ লক্ষ ৭০ হাজার ২২৮। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ৫৩ লক্ষ ৮৪ হাজার ৪১৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ লক্ষ ৯৭ হাজার ৫৪০ জন।