নয়াদিল্লি : দেশে করোনায় ( Coronavirus )প্রায় ৩০ শতাংশ কমল দৈনিক মৃত্যু। অন্যদিকে, প্রায় ১৪ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩১১ জনের।  একদিনে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৯০৩।





 


দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫৯ হাজার ১৯১ জনের।  আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৩ লক্ষ ৮ হাজার ১৪০ জন।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৫১ হাজার ২০৯। যা গত ৮ মাসে সর্বনিম্ন। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৬ লক্ষ ৯৭ হাজার ৭৪০ জন। একদিনে ১৪ হাজার ১৫৯ জন সুস্থ হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, ভারতে মোট ১০৭.২৯ কোটি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে।





 
এই পরিস্থিতিতে,  কোভ্যাক্সিনের আপৎকালীন ব্যবহারের ছাড়পত্রের বিষয়টি নিয়ে আজই  মতামত জানিয়ে দিতে পারে WHO। সংস্থার ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইসরি প্যানেল - টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ এব্যাপারে তাদের সিদ্ধান্ত জানাবে। সম্প্রতি কোভ্যাক্সিন উৎপাদনকারী ভারত বায়োটেকের কাছে অতিরিক্ত ব্যাখ্যা চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর আগে শোনা গিয়েছিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থার টেকনিক্যাল কমিটি কোভ্যাক্সিনকে আপৎকালীন ব্যবহারের ছাত্রপত্র দিতে পারে। সংস্থার মুখপাত্র একথা জানিয়েছিলেন। টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ ভারত বায়োটেকের নথি খতিয়ে দেখছে বলে জানিয়েছিলেন মার্গারেট হ্যারিস। কোভ্যাক্সিন এখনও অনুমোদন না পাওয়ায় লক্ষ লক্ষ ভারতীয় ট্রাভেল করতে পারছেন না। 

আরও পড়ুন :


করোনাকালেও দেশজুড়ে কেমন কাটল ধনতেরস উৎসব? কতটা ভিড় সোনার দোকানে?


রাজ্যের করোনাগ্রাফ :


মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দফতরের (WB Health ) প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে  সংক্রমিত হয়েছেন ৮৬২ জন। এ নিয়ে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫,৯৪,৪৯৫ জন। গতকাল রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ৭২৫ জন। 


এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্য়ু হয়েছে ১১ জনের। গতকালের তুলনায় কিছুটা বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা। গতকাল করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন ৮ জন। পাশাপাশি রাজ্যে সরকারের হিসেবে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন ৮৭১ জন। এ নিয়ে রাজ্যে শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনা সেরে সুস্থ হয়েছেন ১৫,৬৭,২০৯ জন।