নয়াদিল্লি: দেশে করোনায় (India Corona Update) গতকালের তুলনায় ২৫ শতাংশের বেশি বাড়ল দৈনিক মৃত্যু। কুড়ি শতাংশেরও বেশি বাড়ল দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৬৯ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ৮৭৫।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে ২৯০ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ২২২। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন বলছে, দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪১ হাজার ৪১১ জনের। আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩০ লক্ষ ৯৬ হাজার ৭১৮। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৯১ হাজার ২৫৬। দেশে মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ২২ লক্ষ ৬৪ হাজার ৫১। দেশে একদিনে সুস্থ হয়েছেন ৩৯ হাজার ১১৪ জন।
আরও পড়ুন: কলেরার জীবাণুর কারণেই সম্ভবত কামারহাটিতে ডায়েরিয়ার প্রকোপ, দাবি NICED-এর অধিকর্তার
তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই সাত দেশে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের হদিশ। ওই সব দেশ থেকে আসাদের বিমানবন্দরেই করোনার RTPCR পরীক্ষা করা হবে। যাত্রীদের নিজেদের খরচে পরীক্ষা করতে হবে। না হলে যেতে হবে, সিএনসিআইয়ের নিউটাউন ক্যাম্পাসে। জানিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা।
বাংলাদেশ, চিন, মরিশাস, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও বতসোয়ানা।এই সাত দেশে এখনও পর্যন্ত করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের হদিশ পাওয়া গেছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে ডেল্টা প্লাস বিপজ্জনক হতে পারে। এই প্রেক্ষাপটে, এইসব দেশ থেকে যাঁরা কলকাতায় আসছেন, তাঁদের নিয়ে কী করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে সম্প্রতি কলকাতা বিমান বন্দর কর্তৃপক্ষ ও স্বাস্থ্য দফতরের বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এই সব দেশ থেকে যাঁরা আসবেন, বিমানবন্দরে তাঁদের RTPCR পরীক্ষা হবে। রিপোর্ট পজিটিভ এলে, আক্রান্তকে কোভিড হাসপাতাল বা সেফ হোমে পাঠানো হবে। আর, রিপোর্ট নেগেটিভ এলে, অনুমতি দেওয়া হবে গন্তব্যে যাওয়ার। বুধবার থেকেই এ বিষয়ে নির্দেশিকা জারি করা হবে বলে স্বাস্থ্য ভবন সূত্রে খবর।
আরও পড়ুন: রোগী সুরক্ষার্থে অক্সিজেন প্লান্টের উদ্বোধন বারাসত সদর হাসপাতালে