নয়াদিল্লি: ভারতে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর হলেও সামান্য কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ-মৃত্যু। গত ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা ৩ লক্ষের বেশি। সাতদিন পর দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা ৪ হাজারের নীচে নামল।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ২৬ হাজার ৯৮ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৪৩ লক্ষ ৭২ হাজার ৯০৭ জন।
এর আগে, শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৩ লক্ষ ৪৩ হাজার ১৪৪ জন। বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৩ লক্ষ ৬২ হাজার ৭২৭ জন। বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্ত হয়েছিলেন ৩ লক্ষ ৪৮ হাজার ৪২১ জন।
মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে আক্রান্ত হয়েছিলেন ৩ লক্ষ ২৯ হাজার ৯৪২ জন। সোমবারের পরিসংখ্যানে এই সংখ্যাটা ছিল ৩ লক্ষ ৬৬ হাজার ১৬১ জন। রবিবারের পরিসংখ্যান অনুযায়ী সংক্রমিত হয়েছিলেন ৪ লক্ষ ৩ হাজার ৭৩৮ জন।
ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৯০ জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ৬৬ হাজার ২০৭।
এর আগে শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মৃত্যু হয়েছিল ৪ হাজার জনের। বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে করোনায় মৃত্যু হয়েছিল ৪ হাজার ১২০ জনের। বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, করোনায় দেশে মৃত্যু হয়েছিল রেকর্ড ৪ হাজার ২০৫ জনের।
মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনায় মৃত্যু হয়েছে ২ লক্ষ ৪৬ হাজার ১১৬ জনের। সোমবারের পরিসংখ্যানে এই সংখ্যাটা ছিল ৩ হাজার ৭৫৪ জন। রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনায় দৈনিক মৃত্যু হয়েছিল ৪ হাজার ৯২ জনের।
দেশে অ্যাক্টিভ কেসের সামান্য কমে দাঁড়াল ৩৬ লক্ষ ৭৩ হাজার ৮০২। শুক্রবারের হিসেব অনুযায়ী, দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ছিল ৩৭ লক্ষ ৪ হাজার ৮৯৩। বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ৩৭ লক্ষ ১০ হাজার ৫২৫। বুধবারের হিসেব অনুযায়ী, অ্যাক্টিভ কেসের সংখ্যা ছিল ৩৭ লক্ষ ৪ হাজার ৯৯।
গত ২৪ ঘণ্টায় করোনাকে জয়ী করে সুস্থতার সংখ্যা ৩ লক্ষ ৫৩ হাজার ২৯৯। শুক্রবারের পরিসংখ্য়ান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৩ লক্ষ ৪৪ হাজার ৭৭৬। বৃহস্পতিবার সুস্থ হয়েছিলেন ৩ লক্ষ ৫২ হাজার ১৮১ জন। বুধবারের সুস্থ হয়েছিলেন ৩ লক্ষ ৫৫ হাজার ৩৩৮ জন।
কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৪ লক্ষ ৩২ হাজার ৮৯৮ জন। এখনও পর্যন্ত দেশে মোট ১৮.০৪ কোটি মানুষের টিকাকরণ হয়েছে।