নয়াদিল্লি : ভারতে করোনায় কমল দৈনিক মৃত্যু, সামান্য কমল সংক্রমণও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ৪২২ জনের মৃত্যু হয়েছে। একদিনে আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ১৩৪। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৯৪৬ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২৪ হাজার ৭৭৩ জনের।
মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৬ লক্ষ ৯৫ হাজার ৯৫৮। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ১৩ হাজার ৭১৮। করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৮ লক্ষ ৫৭ হাজার ৪৬৭ জন।
রবিবার করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা কমলেও বাড়ে সংক্রমণ। গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ৫৪১ জনের মৃত্যু হয়। তার থেকে মৃত্যুর সংখ্যা সোমবারের হিসেব অনুসারে তা থেকে বেশ কিছুটা কমেছে মৃতের সংখ্যা। গতকাল একদিনে আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৮৩১। আদ সেখানে আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ১৩৪। এখানেও গ্রাফ নিম্নমুখী।
দেশে টিকাকরণ চলছে জোরকদমে। এই আবহে বড় সাফল্য পেল ভুবনেশ্বর। ওড়িশার রাজধানীতে কোভিড টিকাকরণ ১০০ শতাংশ সম্পূর্ণ হয়েছে এমনটাই জানা গিয়েছে। দেশে এই প্রথম কোনও শহর যারা এই কৃতিত্ব অর্জন করল। ওড়িশা শহরে এক লক্ষ পরিযায়ী শ্রমিকদেরও প্রথম ডোজের টিকা দেওয়া হয়ে গিয়েছে।
ভুবনেশ্বর মিউসিপ্যাল কর্পোরেশনের দক্ষিণ-পূর্ব জোনের ডেপুটি কমিশনার জানিয়েছেন, কোভিডের বিরুদ্ধে জনসংখ্যার ১০০ শতাংশ টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। পরিযায়ী শ্রমিকদেরও টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। তিনি এও জানিয়েছেন ভুবনেশ্বর মিউনিসিপ্যাল কর্পোরেশন একটি লক্ষ্য স্থির করেছিল। যেখানে ৩১ জুলাইয়ের মধ্যে ১০০ শতাংশ টিকাকরণের। এই সময়ের মধ্যে ১৮ বছরের উপরে ৯ লক্ষ ৭ হাজার জনকে টিকা দেওয়া হয়েছে।
এদের মধ্যে রয়েছেন ৩১ হাজার স্বাস্থ্যকর্মী, ৩৩ হাজার প্রথমসাড়ির যোদ্ধারা, ১৮ থেকে ৪৫ বছর বয়সিদের মধ্যে ৫ লক্ষ ১৭ হাজার এবং ৪৫ এর উপরে ৩ লক্ষ ২০ হাজার টিকা ডোজ দেওয়া হয়েছে। টিকাকরণের গতি ঠিক রাখতে ৫৫টি অতিরিক্ত টিকাকরণ কেন্দ্র তৈরি করা হয়েছে ভুবনেশ্বর জুড়ে। এর মধ্যে ৩০টি কেন্দ্র প্রাইমারি হেলথ সেন্টার এবং কমিউনিটি সেন্টারকে টিকাকেন্দ্র বানানো হয়েছিল। ৩০ জুলাই পর্যন্ত ১৮ লক্ষ ৩৫ হাজার ডোজ দেওয়া হয়েছিল। এর থেকে এটা স্পষ্ট হয় যে ৯ লক্ষ ৭ হাজার জনসংখ্যার ভুবনেশ্বরে সবাই টিকা পেয়েছেন। তাঁরা দ্বিতীয় ডোজও নিয়েছেন।