বৃহস্পতিবার বুলেটিন
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩০৩ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৯২৭। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৯ জনের।
গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩২। এই নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৩ হাজার ৬৯৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ৬৮ হাজার ৭৯৯।
বাংলায় গত ২৪ ঘণ্টায় আরও ৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গোটা দেশের নিরিখেও বেড়েছে দৈনিক সংক্রমিতের সংখ্যা। এই পরিস্থিতিতে পর্যালোচনা বৈঠকে সতর্ক থাকার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী। স্কুল পড়ুয়া ও বয়স্কদের ক্ষেত্রে বিশেষ নজর রাখতে বলেছেন তিনি।
রাজ্যের করোনা পরিস্থিতি
অন্যদিকে, রাজ্য স্বাস্থ্য দফতরের বুধবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫২। মঙ্গলবার সংখ্যাটা ছিল ৩৬। সোমবার আক্রান্তের সংখ্যা ছিল ১৯। করোনার তৃতীয় ঢেউয়ের অবসান হতেই ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে বাজার-হাটে, রাস্তাঘাটে, বাসে-ট্রেনে সেই চেনা ভিড় । কেউ মাস্ক পরছেন, কেউ পরছেন না। খুলেছে স্কুল-কলেজ। পড়ুয়ারা ফের স্কুলে যাচ্ছে। আর ঠিক এমন সময় হঠাৎ করে বাড়তে শুরু করেছে সংক্রমণ! এই পরিস্থিতি মোকাবিলার জন্য,ভ্যাকসিনেশনের ব্যাপারে জোরাল সওয়াল করেন প্রধানমন্ত্রী।
মোদির বৈঠক
করোনা নিয়ে দুশ্চিন্তার আবহেই বুধবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেন প্রধানমন্ত্রী। উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। নরেন্দ্র মোদি এদিন বলেন, ' শুরুতেই ইনফেকশনকে আটকানো আমাদের মূল লক্ষ্য, আগেও তাই ছিল, এখনও তাই আছে, আমাদের খোলা জায়গায় কোভিড অ্যাপ্রোপিয়েট বিহেভিয়ারকে প্রমোট করতে হবে, এরই সঙ্গে পাবলিক যাতে আতঙ্কিত না হয়ে পড়েন, সেদিকে খেয়াল রাখতে হবে '