Covid 3rd Wave: পুজোর সময় বেড়াতে যাওয়ার হুজুগ বাড়ছে দেশে। করোনার দাপট এখনও অব্যাহত। গত কয়েকদিন ধরে প্রায় চল্লিশ হাজারের কোঠায় রয়েছে দৈনিক সংক্রমণ। স্বস্তি দিচ্ছে না মৃতের সংখ্যাও। কিন্তু লকডাউন নিয়মে কিছুটা শিথিলতা আসতেই বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে ফেলেছেন প্রায় ২৮% দেশবাসী। এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই ফের চিন্তা বাড়ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন এর ফলে অগাস্ট সেপ্টেম্বর মাসেই দেশে আছড়ে পড়তে পারে কোভিডের তৃতীয় ঢেউ।
দেশের ৩১১১টি জেলা যেখানে কোভিডের বাড়বাড়ন্ত রয়েছে সেখানে সমীক্ষা করা হয়। ১৮ হাজার জনের মধ্যে এই স্টাডি হয়। সেখান থেকে প্রাপ্ত রিপোর্টে দেখা গিয়েছে ২৮ শতাংশ পরিকল্পনা করেছেন আগামী দু-তিন মাসের মধ্যে ঘুরতে যাওয়ার। এদের মধ্যে ৫ শতাংশ বুকিংও করে ফেলেছেন। করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে অনেকেই এর আগে ঘুরতে যাওয়ার বুকিং করেও যেতে পারেননি। বাতিল করতে হয় পরিকল্পনা।
তবে এবার সেই পরিকল্পনা আবার নতুন করে শুরু করতে চলেছেন সেই সকল পরিবার, এমনটাই জানা গিয়েছে। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? দেখা গিয়েছে অনেক ক্ষেত্রে ট্র্যাভেল এজেন্ট বা বিমান সংস্থা ভ্রমণ বাতিলে টাকা ফেরত দেয়নি। কেউ আবার আংশিক টাকা ফেরত দিয়েছে, আবার অন্য অনেক সংস্থা টিকিট রিশিডিউল করতে আবেদন করছেন যাত্রীদের। এমনটা হয়েছে হোটেল কিংবা গাড়ি বুকিংয়ের ক্ষেত্রেও।
কিন্তু অনেকক্ষেত্রে দেখা গিয়েছে করোনা সংক্রমণের ভয়ে আগামী দু'মাস বেড়াতে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছেন ৬৩ শতাংশ। ঘুরতে যাওয়ার পরিকল্পনা করা ব্যক্তিদের মধ্যে ১৩ শতাংশ ব্যক্তি জানিয়েছেন তারা 'হলিডে ডেস্টিনেশন' পরিকল্পনা করেছেন। ৩৯ শতাংশ যেতে পারেন পরিবার এবং আত্মীয় পরিজনদের বাড়ি।
সমীক্ষায় বলা হয়, "ভাইরাস ছড়িয়ে পড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মার্চ ও এপ্রিল মাসে কুম্ভ মেলার সময় পর্যবেক্ষণ করা হয়েছিল। যখন ভক্তরা তাদের নিজ শহরে ফিরে আসেন, অনেকেই সংক্রমণ নিয়ে ফিরে এসেছিলেন।" তাই এই সমীক্ষার ফলাফলগুলি কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কাছেও জমা দেওয়া হবে বলে জানান হয়।