নয়াদিল্লি: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা কমলেও বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪৪৭ জন। গতকাল ওই সংখ্যা ছিল ৭ হাজার ৯৭৪। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্য়ু হয়েছে ৩৯১ জনের।  গতকাল ওই সংখ্যা ছিল ৩৪৩।  


দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৬ হাজার ৮৬৯ জনের। আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লক্ষ ২৬ হাজার ৪৯।   কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৭,৮৮৬। দেশে বর্তমানে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ৮৬ হাজার ৪১৫। মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৪ কোটি, ৪১ লক্ষ ৬২ হাজার ৭৬৫। দেশজুড়ো টিকাকরণ অভিযানে এখনও পর্যন্ত ১৩৫ কোটি ৯৯ লক্ষ ৯৬ হাজার ২৬৭ করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। এরমধ্যে ৫০ শতাংশ করোনার দুটি টিকার ডোজই পেয়েছেন।






দেশে অ্যাক্টিভ আক্রান্তর হার মোট আক্রান্তর ০.২৫ শতাংশ। যা ২০২০-র মার্চের পর সর্বনিম্ন। দেশে সুস্থতার হার বর্তমানে ৯৮.৩৮ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুয়ায়ী, এই হার গত বছরের মার্চের পর সবচেয়ে বেশি। 


দৈনিক পজিটিভিটির হার বর্তমানে ০.৫৯ শতাংশ। গত ৭৪ দিনে এই হার ২ শতাংশের নিচেই রয়েছে। 


আক্রান্তের সংখ্যায় হ্রাস ও সুস্থতার এই হার করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন-উদ্বেগের মধ্যেও কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে। তবে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বৃদ্ধিও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে স্বস্তির কারণও নেই। কারণ, ওমিক্রন ভ্যারিয়েন্ট ডেল্টার থেকে দ্রুতহারে ছড়ায় বলে বিশ্ব  স্বাস্থ্য সংগঠন সতর্ক করে দিয়েছে। 


দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৮০ ছাড়িয়েছে। দিল্লিতে নতুন করে ১০ ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। দেশের ১৩টি রাজ্যে ইতিমধ্যেই ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। তবে এক্ষেত্রে গুরুতর কোনও অসুস্থতার খবর সামনে আসেনি। 


এখনও পর্যন্ত সারা বিশ্বের ৭৭ টি দেশে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। এরইমধ্যে ওমিক্রনে আক্রান্ত হয়ে ব্রিটেনে একজনের মৃত্যুও হয়েছে।