নয়া দিল্লি: টানা কয়েকদিনের পর দেশে কমল করোনা সংক্রমণ। ৪০ হাজারের নীচে নামল দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৬৬৭ জন। শুক্রবার দেশে করোনায় আক্রান্ত হয়েছিল ৪০ হাজার ১২০ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছিল ৫৮৫ জনের। তবে এদিন বেশ কিছুটা কমল মৃত্যু সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৪৭৮ জনের।


শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে, দেশে করোনার চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে হল ৩ লক্ষ ৮৭ হাজার ৬৭৩ জন।  এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ১৩ লক্ষ ৩৮ হাজার ৮৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩৫ হাজার ৭৪৩ জন। শুক্রবার করোনাকে জয় করে ৪২ হাজার ২৯৫ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন।


এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩০ হাজার ৭৩২ জনের। দেশে মোট কোভিড সংক্রমণের হার সামান্য কমে হয়েছে ৬.৫৪ শতাংশ। গত ২৪ ঘণ্টাতেও সংক্রমণের হার কমেছে অনেকটাই।দেশে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৮৭ হাজার ৬৭৩। এখন চিন্তা বাড়াচ্ছে কেরল। গত ২৪ ঘণ্টায় কেরলে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৪৫২। 


এদিকে, মহারাষ্ট্রে ক্রমশ বাড়ছে ডেল্টা প্লাসের সংক্রমণ। ডেল্টা প্লাস ভেরিয়েন্টের কারণে মোট মৃত্যুর সংখ্যা মহারাষ্ট্রে পাঁচ জন হয়েছে বলে দাবি করা হয়েছে।  তাদের মধ্যে রত্নগিরিতে দুটি এবং মুম্বাই, বিড় এবং রাইগড়ে একজন করে মৃত্যু নিশ্চিত হয়েছে।


অন্যদিকে, রাজ্যজুড়ে বাড়ছে হোটেল-বার-রেস্তোরাঁ খোলা থাকার সময়। এতদিনের নিয়ম অনুযায়ী রাত ৮ টা নয়, রাজ্যজুড়ে হোটেল-রেস্তোরাঁ-বার খোলা থাকবে রাত সাড়ে ১০ টা পর্যন্ত। শনিবারই রাজ্য প্রশাসনের সদর দফতর নবান্ন থেকে যে নতুন নির্দেশ জারি হয়েছে। মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদির সই করা যে নির্দেশিকায় জানানো হয়েছে, থিয়েটার হল, বিভিন্ন মঞ্চ, ওপেন এয়ার অডিটোরিয়াম ৫০ শতাংশ লোক নিয়ে খোলা যাবে। একইভাবে ৫০ শতাংশ নিয়ে স্টেডিয়াম, সুইমিং পুলের কর্মকাণ্ড চালানোর ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, রাত ৮ টায় বদলে এবার থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত হোটেল-বার-রেস্তোরাঁ খোলা রাখার ক্ষেত্রে ছাড় দেওয়া হল।