নয়াদিল্লি: গত দুদিন ধরে বাড়ছিল কোভিড সংক্রমণের গ্রাফ। মঙ্গলবার বুলেটিনে দেখা গেল সামান্য হলেও কমেছে দেশের দৈনিক সংক্রমণের ছবিটা। যদিও এখনও তেরো হাজারের উপরেই রয়েছে দৈনিক কোভিড-গ্রাফ।
দেশের কোভিড গ্রাফ:
- কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৮৬ জন।
- গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৬ হাজার ১৩৫।
- গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৯ জনের।
- গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৪।
- এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ২৪২ জনের।
- মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৫ লক্ষ ৩১ হাজার ৬৫০।
- দেশে ফের লাফিয়ে বাড়ছে অ্যাক্টিভ কেসের সংখ্যা। মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ১৪ হাজার ৪৭৫।
- গত ২৪ ঘণ্টায় সংক্রমণ মুক্ত হয়েছেন ১২ হাজার ৪৫৬।
- দেশে এখন সুস্থতার হার ৯৮.৫৩ শতাংশ।
পাশাপাশি দেশে পুরোদমে চলছে কোভিড টিকাকরণ। চলছে বুস্টার ডোজ। পাশাপাশি নাবালকদের টিকাকরণও চলছে দ্রুতগতিতে।
আরও পড়ুন: পালাবদলের 'আসল কারিগর' কে? ফাঁস করলেন একনাথ শিণ্ডে