নয়াদিল্লি: আকাশ পথে শত্রুপক্ষের   হামলার  বিপদের কথা মাথায় রেখে ভারত তাদের প্রথম এয়ার ডিফেন্স সিস্টেম পঞ্জাবে মোতায়েন করল। ভারতীয় বায়ুসেনা রাশিয়ার কাছ থেকে পাওয়া এস-৪০০ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের প্রথম স্কোয়াড্রন পঞ্জাবে মোতায়েন করল। সরকারি সূত্র সংবাদসংস্থা এএনআই-কে এই তথ্য জানিয়েছে। 


সূত্র অনুযায়ী, চিন ও পাকিস্তান-এই দুই দেশের আকাশ পথে হামলার বিপদের কথা মাথায় রেখে এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি মাসের শুরু থেকেই রাশিয়ার মিসাইল সিস্টেমের বিভিন্ন অংশ দেশে আসতে শুরু করে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে পুরোপুরিভাবে সঞ্চালনা শুরু হয়ে যাবে।  সরকারি সূত্রে সংবাদসংস্থাকে জানানো হয়েছে যে, প্রথম স্কোয়াড্রোন চিন ও পাকিস্তান-উভয় দেশের থেকেই আকাশপথে কোনওরকম আশঙ্কা থেকে সুরক্ষা দিতে সক্ষম। 


এস-৪০০ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের বৈশিষ্ট্য


- এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেমের ৫ স্কোয়াড্রন ৩৫ হাজার কোটি টাকায় কিনেছে


- আকাশপথে প্রায়  ৪০০ কিলোমিটার দূরে বিপদ ধ্বংস করতে পারে এই সিস্টেম। চলতি বছর শেষ হওয়ার আগেই প্রথম স্কোয়াড্রনের ডেলিভারি শেষ হয়ে যাবে


- সূত্রের খবর, আকাশ ও সমুদ্র পথে উপকরণ ভারতে নিয়ে আসা হচ্ছে


- সূত্রের খবর, প্রথম স্কোয়াড্রন মোতায়েনের পর এয়ারফোর্স পূর্ব-উত্তর সীমায় মনোনিবেশ করবে এবং দেশজুড়ে সেনাকর্মীদের প্রশিক্ষণের বন্দোবস্ত করবে। 


- বায়ুসেনার আধিকারিক ও কর্মীদের এই রুশ সিস্টেম নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ভারত দক্ষিণ এশিয়ায় রণকৌশলে অনেকটাই এগিয়ে যাবে এবং তা শত্রুদের যুদ্ধবিমান ও ক্রুজ মিসাইলকে আকাশ পথেই ধ্বংস করে দিতে পারবে। 


- এস-৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেমে ৪ টি ভিন্ন ভিন্ন মিসাইল রয়েছে। যার মাধ্যমে শত্রুপক্ষের এয়ারক্র্যাফ্ট, ব্যালেস্টিক মিসাইল ও AWACS বিমানকে ৪০০ কিমি, ২৫০ কিমি, মিডিয়াম রেঞ্জ ১২০ কিমি ও শর্ট রেঞ্জে ৪০ কিমি দূরেই ধ্বংস করা যায়। 


- সূত্রের খবর, আলোচনা ও দরকষাকষির মাধ্যমে ভারত এই এয়ার ডিফেন্স সিস্টেমের দাম প্রায় এক বিলিয়ন ডলার কমাতে পেরেছে।