নয়াদিল্লি: দেশে করোনা গ্রাফ নিয়ে চিন্তা থাকছেই। ফের ১৬ হাজারের উপর দৈনিক কোভিড সংক্রমণের (Covid) গ্রাফ। বৃহস্পতিবার প্রকাশিত বুলেটিন অনুযায়ী দেশে গত একদিনে সামান্য বেড়েছে দৈনিক কোভিড সংক্রমণ। দৈনিক মৃত্যুর সংখ্যা দাঁড়িয়ে রয়েছে প্রায় এক জায়গায়।  


দেশের কোভিড বুলেটিন:





      • কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ২৯৯ জন।

      • গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৬ হাজার ৪৭ জন।

      • গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৩ জনের।

      • গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫৪।

      • এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৬ হাজার ৮৭৯ জনের।

      • মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪২ লক্ষ ৬ হাজার ৯৯৬।

      • গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তুলনায় সংক্রমণ মুক্ত হওয়ার সংখ্যা বেশি।

      • গত ২৪ ঘণ্টায় সংক্রমণ মুক্ত হয়েছেন ১৯ হাজার ৪৩১ জন।

      • গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.৫৩%।

      • গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৫ লক্ষ ৭৫ হাজার ৩৮৯টি কোভিড টিকা দেওয়া হয়েছে।




 









 


দেশে কোভিডের মাঝেই চিনে ফের আরও এক ভাইরাসের খোঁজ পাওয়া গিয়েছে। জানা গিয়েছে যে, ওই ভাইরাসের নাম Zoonotic Langya. চিনের বেশ কয়েকজন বাসিন্দা ইতিমধ্য়েই এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এর পাশাপাশি মাঙ্কিপক্স নিয়েও উদ্বেগ রয়েছে বিশ্বে। মাঙ্কিপক্সের হদিশ মিলেছে ভারতেও। ফলে নতুন করে কোনও সংক্রমণ যাতে মাথাচাড়া না দেয়. তার জন্য কোভিড বিধি ঠিকমতো পালন করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।


আরও পড়ুন: জ্বর ছেড়ে গেলেও ডেঙ্গি থেকে নিশ্চিন্ত নয়! কোন লক্ষণ দেখেই চিনবেন