নয়াদিল্লি:কোভিড গ্রাফে বেশ খানিকটা কমল সংক্রমণের ছবি। আগেরদিনের তুলনায় সোমবার অনেকটাই কম দৈনিক কোভিড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ কমায় অনেকটাই স্বস্তি দেশের চিকিৎসক মহলে। গত ২৪ ঘণ্টায় ভারতের (India) দৈনিক কোভিড সংক্রমণ নেমে এসেছে ছয়় হাজারেরও নীচে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৬ জন কোভিড সংক্রমিতের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে সাত জনই কেরল থেকে। 


দেশের কোভিড-গ্রাফ:



  • কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯১০ জন।

  • গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল  ৬ হাজারের উপর।

  • গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৬ জনের।

  • গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তুলনায় সংক্রমণ মুক্ত হওয়ার সংখ্যা অনেকটাই বেশি।

  • গত ২৪ ঘণ্টায় সংক্রমণ মুক্ত হয়েছেন ৭ হাজার ৩৪ জন।

  • গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.৬৯%।

  • এখন ভারতের অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ষাট হাজারের নীচে।

  • সোমবারের বুলেটিন অনুযায়ী সেই সংখ্যা ৫৩ হাজার ৯৭৪।

  • গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২ লক্ষ ২৭ হাজার ৩১৩টি কোভিড পরীক্ষা হয়েছে।

  • গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩২ লক্ষ ৩১ হাজার ৮৯৫টি কোভিড টিকা দেওয়া হয়েছে। 








দেশের ক্রমাগত ওঠানামা করছে কোভিড সংক্রমণের গ্রাফ। কোনও দিন কমে যাচ্ছে। কোনওদিন আবার বেড়ে যাচ্ছে। ফলে একেবারেই কোভিড বিদায় নিয়েছে এমনটা নয়। সামান্য ঢিলেঢালা ভাব ফের আনতে পারে কোভিড। ফলে দ্রুত কোভিড টিকা (Covid Vaccine) নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। পাশাপাশি কোভিড-বিধি মেনে চালারও পরামর্শ দিচ্ছেন। সম্প্রতি ভারতে মাঙ্কিপক্স সংক্রমণের হদিশও পাওয়া গিয়েছিল, সেই কারণেই ছড়িয়েছিল আতঙ্ক। শুধু কোভিড নয়, যে কোনও সংক্রমণ ঠেকানোর জন্যই কোভিড-বিধি মানার পরামর্শ চিকিৎসকদের।


আরও পড়ুন: আমাদের আমলে কাগজ আছে, তাই দুর্নীতি ধরা পড়ে, বামেদের আমলে কোনও কাগজ নেই: মমতা