পিম্পরি: ভারতে প্রথম ওমিক্রন আক্রান্তের মৃত্যু। নাইজেরিয়া ফেরত ৫২ বছর বয়সী ব্যক্তির মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রের (Maharastra) পিম্পরির ঘটনা। মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতর জানিয়েছে ওমিক্রন (Omicron) আক্রান্ত হন ব্যক্তি। এএনআই সূত্রে খবর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ব্যক্তির।
উল্লেখ্য, ওমিক্রন (Omicron)-উদ্বেগের মাঝেই করোনার তৃতীয় ঢেউ (Corona Thired Wave) নিয়ে সতর্কবার্তা রাজ্য স্বাস্থ্য দফতরের (WB Department Of Health)। স্বাস্থ্য ভবনের অভ্যন্তরীণ পর্যবেক্ষণে উঠে এল তথ্য। সূত্রের খবর, এক সপ্তাহের মধ্যে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা স্বাস্থ্য দফতরের। কলকাতায় গোষ্ঠী সংক্রমণের ইঙ্গিত। তৃতীয় ঢেউয়ে প্রতিদিন ৩০-৩৫ হাজার সংক্রমণের পূর্বাভাস স্বাস্থ্য দফতরের। মার্চ-এপ্রিলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। সরকারি ল্যাবে টেস্ট নিয়েও সতর্কবার্তা।
আরটি-পিসিআর টেস্ট দ্বিগুণ করার নির্দেশ দেওয়া হয়েছে। বহির্বিভাগ, জরুরি বিভাগে বাধ্যতামূলক করতে বলা হয়েছে করোনা টেস্ট। সংক্রমণের নিরিখে ৬ জেলায় করোনা পরীক্ষার হার বাড়াতে পারে বিপদ। স্বাস্থ্য দফতরের অভ্যন্তরীণ পর্যবেক্ষণে উঠে এসেছে এই তথ্য। খবর সূত্রের।
এদিকে আমেরিকা (America) থেকে ইউরোপ (Europe)। বছর শেষে ফের চোখ রাঙাচ্ছে করোনা (Crona)। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ব্রিটেনে কোভিড সংক্রমণে নতুন রেকর্ড। গত ২৪ ঘণ্টায় সে দেশে আক্রান্ত ১ লক্ষ ৮৩ হাজার ৩৭ জন। বাড়ছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। এর পাশাপাশি, ব্রিটেনে উদ্বেগ বাড়িয়ে ছড়াচ্ছে ওমিক্রনও। ফ্রান্সেও (France)বেলাগাম করোনা পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা ২ লক্ষ ৮ হাজার।
স্পেনে একদিনে আক্রান্ত ১ লক্ষ ৭৬০ জন। অতিমারী আবহে এই প্রথম সে দেশে দৈনিক সংক্রমণ ১ লক্ষ ছাড়াল। আমেরিকাতেও ফের লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। জানুয়ারিতে শীর্ষে পৌঁছবে সংক্রমণ, আশঙ্কা মার্কিন রাষ্ট্রপতির স্বাস্থ্য পরামর্শদাতা অ্যান্থনি ফসি-র। উদ্বেগ আর বাড়িয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা। খুব শীঘ্রই বিশ্বজুড়ে করোনার সুনামি আসতে চলেছে। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডানম গ্যাব্রিয়েসাস।